উইকিমডিয়া ফাউন্ডেশনের লোগো

সম্প্রতি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম’ (W3C)-এর সদস্য হয়েছে উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী অলাভজনক সংস্থা ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বিজ্ঞানী টিম বার্নার্স-লি ১৯৯৪ খ্রিস্টাব্দে ‘ডব্লিউথ্রিসি’ প্রতিষ্ঠা করেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাধারণ অবকাঠামো যেমন: এইচটিএমএল অথবা সিএএস ইত্যাদি যাতে সব ব্রাউজার, প্লাটফর্ম ও বিভিন্ন স্থানে সামঞ্জস্যপূর্ণ থাকে সে বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। উইকিমিডিয়া ফাউন্ডেশন সম্প্রতি তাদের ‘উইকিমিডিয়া ২০৩০’ নামের কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করছে।

এক ব্লগ পোস্টে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার গিলস ডুবাক জানান, ‘উইকিমিডিয়া ২০৩০ খ্রিস্টাব্দের জন্য যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তার মধ্যে অন্যতম একটি লক্ষ্য হল সবার জন্য সব ধরণের মুক্ত জ্ঞানের একটি বৈশ্বিক অবকাঠামো তৈরি করা। ওয়েবের মান ও এর সাথে যুক্ত প্রযুক্তি হলো – মুক্ত জ্ঞানে সমতা বিধান ও আমাদের লক্ষ্যে পৌঁছার অন্যতম একটি স্তম্ভ।’

ডব্লিউথ্রিসি’র লোগো

তিনি আরো বলেন, ‘ওয়েবের মান নির্ণয়ের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার মাধ্যমে এর সাথে যুক্ত আরও অনেক অংশীদারদের সাখে ওয়েবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা ও সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।’

এদিকে, ডব্লিউথ্রিসি’র বৈশ্বিক ব্যবসা উন্নয়ন প্রধান অ্যালেন বার্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনকে ডব্লিউথ্রিসিতে স্বাগত জানিয়ে বলেন, ‘উইকিমিডিয়ার ২০৩০ খ্রিস্টাব্দের লক্ষ্য ও জ্ঞানের বিভিন্ন শাখায় তাদের উচ্চতর আগ্রহ ওয়েব ব্যবহারকারীদের আরো উন্নত কাঠামোর মাধ্যমে সেবা নিশ্চিতে সহায়তা করবে।’

উইকিবার্তা
Translate »
Share This