উইকিমিডিয়া সার্ক শিক্ষা সম্মেলন ২০১৯-এর দলগত চিত্র। ছবি: গোপাল কৃষ্ণ/সিসি-বাই-এসএ ৪.০

গত ২০-২২ এপ্রিল ব্যাঙ্গালুরের ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘উইকিমিডিয়া সার্ক শিক্ষা সম্মেলন ২০১৯’। উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্পের সাথে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের যুক্ত করা যায় সেটিই ছিল এই সম্মেলনের মূল প্রতিপাদ্য।

উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত উইকিপিডিয়ানরা সম্মেলনে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা সেবার সাথে শেয়ার করেন।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে একাডেমিক পড়াশুনার সাথে উইকিপিডিয়াকে যুক্ত করে অধ্যয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে, একটি একাডেমিক বিন্যাসের মধ্যে থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা উইকিপিডিয়া ও এর সহ-প্রকল্পে অবদান রাখার মাধ্যমে মুক্ত জ্ঞান সবার সাথে ভাগাভাগি করা।

সম্মেলনে ভারত, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশের প্রায় ৬০ জন উইকিপিডিয়ান অংশ নেয়। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকে অংশ নেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন উইকিপিডিয়ান মহীন রীয়াদ, মাসুম আল হাসান রকি (এই প্রতিবেদক), ইব্রাহীম হোসেন মেরাজ, আফিফা আফরিন, অনুপ সাদি, দোলন প্রভা ও গালিব হাসান।

উইকিবার্তা
Translate »
Share This