ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় এসভিজি রেখচিত্র, মানচিত্র ও নকশা ইংরেজি থেকে অনুবাদ করে সেগুলো স্ব-স্ব ভাষার উইকিপিডিয়ায় ব্যবহারযোগ্য করার জন্য একুশে ফেব্রুয়ারি থেকে উইকিমিডিয়া কমন্সে একটি অনুবাদ প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতাটি আয়োজন করেছে উইকিমিডিয়া ভারত চ্যাপ্টার।

উইকিপিডিয়ার নিবন্ধে পরিসংখ্যানগত ও অন্যান্য তথ্য চিত্রের মাধ্যমে তুলে ধরতে অনেক সময় এসভিজি রেখচিত্র ও নকশা ব্যবহার করা হয়। এই নকশাগুলো অধিকাংশই ইংরেজি ভাষায় তৈরি করা। এ অঞ্চলের উইকিপিডিয়া পাঠকগণ যাতে উইকিপিডিয়া নিবন্ধে ব্যবহৃত নকশায় চিহ্নিত বিষয়সমূহ তাদের নিজ নিজ ভাষায় পড়তে পারেন, এ উদ্দেশ্যে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

২৪ মার্চ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় বাংলা, হিন্দি, অসমীয়, গুজরাটি, মালায়ালাম, তামিল, তেলেগু ও সাঁওতালিসহ মোট ১৭টি ভাষায় বেশ কিছু নকশা অনুবাদ করা হয়েছে। এর মধ্যে বাংলাতে ১৪২টি, হিন্দিতে ১৪১টি, অসমীয়ায় ১৬২টি, মারাঠি ও মালায়ালামে ২৩০টি করে এজভিজি নকশা ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে।

প্রতিযোগিতার আয়োজকরা জানান, সর্বোচ্চ সংখ্যক নকশা অনুবাদকারীকে ৬০০ ‍রুপি ও প্রতিটি ভাষার সর্বোচ্চ অনুবাদকারীকে ৫০০ রুপি সমমূল্যের অ্যামাজন গিফট ভাউচার, টি-শার্ট প্রদান করা হবে। এছাড়াও বিজয়ী অন্যান্যদের জন্য রয়েছে সার্টিফিকেট। প্রতিযোগিতাটি ৩১ মার্চ পর্যন্ত চলবে।

প্রতিযোগিতায় যোগদান করা যাবে এই ঠিকানায়: https://commons.wikimedia.org/wiki/Commons:SVG_Translation_Campaign_2019_in_India

উইকিবার্তা
Translate »
Share This