
অনলাইন হয়রানি রোধে একটি বাস্তব সম্মত ব্যবহারকারী অভিযোগ ব্যবস্থা প্রণয়ন প্রকল্প। ছবি: উইলো/সিসি-বাই-এসএ ৪.০
উইকিমিডিয়া ফাউন্ডেশনের সম্প্রদায় সুরক্ষা উদ্যোগ (কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ) একটি নতুন ব্যবহারকারী রিপোর্টিং সিস্টেমের নকশা তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে হয়রানি বা অন্যান্য ধরণের অপব্যবহারের স্বীকার ব্যক্তিরা যেন সঠিকভাবে তাদের অবস্থা জানাতে পারেন তা নিশ্চিত করা এবং সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া।
এই কর্মসূচীর সাফল্য নির্ভর করছে উইকিমিডিয়া আন্দোলনের বিভিন্ন স্থানে বিভিন্ন দায়িত্বে কর্মরতদের অংশগ্রহণ, তথা তাদের কাছ থেকে নতুন ভাবনা এবং প্রতিক্রিয়া পাওয়ার উপর। এই প্রক্রিয়া বাস্তবায়নের শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে মতামত দেওয়ার ব্যবস্থা থাকবে। এই ধাপগুলোর যেখানে আপনি আগ্রহী, সেখানে অবদান রাখতে পারবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই পাতাটি দেখুন। মতামত জানাতে চাইলে দেখুন এই পাতাটি।