
রাজশাহীতে অংশগ্রহণকারীগণ। ছবি: মাসুম আল হাসান/সিসি-বাই-এসএ ৪.০
প্রতি বছরের মত এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ানরা দেশের কয়েকটি স্থানে জড় হয়ে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহ্বান জানানো হয়। উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার “উইকিমিডিয়া বাংলাদেশ” এ সমাবেশের আয়োজন করে। উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়সমূহ ঢাকার বাইরের সমাবেশগুলো আয়োজনে সহায়তা করে। ২০০৭ সাল থেকে প্রতি বছরই এ সমাবেশটি আয়োজন করা হচ্ছে।
২১শে ফেব্রুয়ারিতে, ইন্টারনেটে বাংলা ভাষার বিষয়বস্তু বা কনটেন্ট সমৃদ্ধ করার তাগিদে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের @bnwikipedia (https://t.co/IiZklVshgJ) সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।https://t.co/FiLH3oSBUb
— Wikimedia Bangladesh (@WikimediaBD) February 22, 2019
উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা জানান, “বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সারা বিশ্বের একদল স্বেচ্ছাসেবী প্রতিনিয়ত বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে কাজ করছেন। ফলশ্রুতিতে বাংলা উইকিপিডিয়া বর্তমানে বাংলা ভাষার অন্যতম বড় কনটেন্ট সমৃদ্ধ ওয়েবসাইট হিসেবে এ পর্যায়ে এসেছে। তবে বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ মুক্ত বিশ্বকোষ তৈরি করতে তরুণদেরই এগিয়ে আসতে হবে।”
সমাবেশের সব ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সে।