- ঢাকা উইকিপিডিয়া আড্ডায় অংশগ্রহণকারীগণ।
- চট্টগ্রাম উইকিপিডিয়া আড্ডায় অংশগ্রহণকারীগণ।
গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে জন্মদিন উদযাপন বাদে উইকিপিডিয়ানদের ৩টি আড্ডা বা মিটআপ এবং ১টি ফটোওয়াক অনুষ্ঠিত হয়।
ঢাকায় ৫ জানুয়ারি এবং ২৩ মার্চ সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে মোট দুইটি এবং চট্টগ্রামে ২১ ফেব্রুয়ারি শিরীষতলায় একটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ ডিসেম্বর দুটি উইকিপিডিয়া আড্ডা অনুষ্ঠিত হয়। এসব আড্ডায় স্থানীয় উইকিপিডিয়ানরা অংশগ্রহণ করেন।
এদিকে কুমিল্লায় গত ৫ জানুয়ারি উইকিপিডিয়া ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার ছবি উইকিমিডিয়া কমন্সে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ বিষয়ক উইকিপিডিয়া নিবন্ধসমূহ সমৃদ্ধ করা এবং বাংলাদেশের মুক্ত ছবির একটি সমৃদ্ধ ভাণ্ডার তৈরিই এসব ফটোওয়াকের উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।