উইকি লাভস ওমেন লোগো

চলছে উইকি লাভ্‌স ওমেন ২০১৯

গত ২০১৯ খ্রিস্টাব্দের ১০ ফেব্রুয়ারি তারিখে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে উইকি লাভস ওমেন এডিটাথন। উইকি লাভস লাভ ২০১৯ প্রকল্পটির সঙ্গে সংযুক্ত এই এডিটাথনের উদ্দেশ্য ভারতীয় নারীদের জীবনী নিয়ে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ তৈরি করা এবং উইকিপিডিয়াতে সমতা আনা। এডিটাথনে ভারতীয় নারীদের জীবনী নিয়ে নির্বাচিত তালিকা থেকে বেছে নিয়ে নিবন্ধ লিখতে হবে।

প্রতিযোগিতাটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে এখানে: https://bn.wikipedia.org/s/cdmp

 

উইকিম্যানিয়া সম্মেলনের লোগো।

উইকিমিডিয়া+এডুকেশন সম্মেলন

আগামী ৫-৭ এপ্রিল বাস্ক দেশের দোনোস্তিয়া স্যান সেবাস্তিয়ানে শুরু হচ্ছে উইকিমিডিয়া+এডুকেশন সম্মেলন। বাস্ক উইকিমিডিয়ান্স ইউজার গ্রুপ আয়োজিত এ সম্মেলনে জীবনমুখী দক্ষতা, বিশ্বের জন্য মুক্ত জ্ঞান এবং কিভাবে এর বাস্তবায়ন হবে এই তিনটি মূল উদ্দেশ্যকে সামনে রেখে নানাবিধ প্রোগ্রামে এ সম্পর্কীত আলোচনা করা হবে।

বিস্তারিত জানা যাবে এখানে: https://meta.wikimedia.org/wiki/Wikimedia+Education_Conference_2019

 

উইকিম্যানিয়ার জন্য বৃত্তি আবেদন গ্রহণ সম্পন্ন

উইকিমিডিয়ার সকল প্রকল্পকেন্দ্রীক সর্ববৃহৎ সম্মেলন উইকিম্যানিয়ার জন্য বৃত্তি আবেদন গ্রহণ শেষ হয়েছে। আগামী ১৪-১৮ আগস্ট সুইডেনের স্টকহোমে আয়োজিত হতে যাচ্ছে উইকিম্যানিয়ার ১৫তম আসর। আগামী এপ্রিল বা মে মাসের দিকে বৃত্তির ফলাফল প্রদান করা হবে।

উইকিবার্তা
Translate »
Share This