বাংলা উইকিপিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক, ঢাকা। ছবি: নাহিদ সুলতান/সিসি-বাই-এসএ ৪.০

গত ২৭ জানুয়ারি ঢাকা, রাজশাহী ও সিলেটে বাংলা উইকিপিডিয়ার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ২০০৪ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে বাংলা উইকিপিডিয়া এ বছর ১৬ বছরে পদার্পণ করলো। দিনটিকে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবীগণ প্রতিবছর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবারও উইকিমিডিয়া বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং উইকি আড্ডার আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট শাবাব মুস্তাফা, সাধারণ সম্পাদক নাহিদ সুলতানসহ অনেক উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন। অন্যান্য বছর বাংলা উইকিপিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী এবং উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা একইদিনে আয়োজন করা হলেও এবার তা ভিন্ন ভিন্ন দিনে আয়োজন করা হয়।

এছাড়া রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে রাজশাহীতে কেক কেটে বাংলা উইকিপিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য মাসুম আল হাসান এবং স্থানীয় উইকিপিডিয়ানগণ।

সিলেট উইকিপিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে সিলেটের এমসি কলেজ চত্বরে বাংলা প্রতিষ্ঠাবার্ষিকী পালন উৎসবের আয়োজন করা হয়। মূল আয়োজক হিসেবে ছিলেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক এবং উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য আশিক শাওন। এ উৎসবেও স্থানীয় উইকিপিডিয়ানগণ কেক কেটে জন্মদিন পালন করেন।

উইকিবার্তা
Translate »
Share This