স্ক্রিনশট: বর্তমান অনুসন্ধান বাক্স যেভাবে কাজ করে।

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় রয়েছে ৫ মিলিয়নেরও বেশি নিবন্ধ। সঠিক সময়ে উইকির সার্চ ইঞ্জিন ব্যবহার করে সঠিক নিবন্ধটি খুঁজে বের করাটা অনেক সময়ই কিছুটা কষ্টসাধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ কেউ যদি “রকেট” লিখে অনুসন্ধান করেন, তাহলে মুহূর্তের মধ্যে রকেটের হাজারটা নিবন্ধ তাঁর সামনে চলে আসে। উঁহু,ভুল হল। এমনটা হত, কিন্তু এখন থেকে এই সমস্যা আর হবে না।

 

স্ক্রিনশট: সাবেক অনুসন্ধান বাক্স যেভাবে দেখা যেত।

 

সার্চ ইঞ্জিন এখন অতিরিক্ত একটি ভিজ্যুয়াল ইন্টারফেস লাভ করেছে, যার মাধ্যমে বেশ কিছু সাধারণ সার্চ অপশন চলে আসে। উদাহরণস্বরূপ আপনি যদি “নাসা” লিখে অনুসন্ধান করেন, “নট দিস টেক্সট” অংশে “মিসাইল” লেখেন এবং “ওয়ান অব দিজ ওয়ার্ডস” অংশে সালাদ লেখেন, তাহলে আপনার অনুসন্ধানকে ১০০ ফলাফলের মধ্যেই রাখতে পারবেন, যার অধিকাংশই হবে মূল নিবন্ধের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ।

উইকিবার্তা
Translate »
Share This