নভেম্বর মাসে বাংলা উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি দেখা হয়েছে এমন ১০টি পাতা।

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে: ৬,১৭,৯১,৫৯৮ বার; যা গড়ে দৈনিক ৬,৭৯,০২০ বার। এবং শুধু নভেম্বর মাসে দেখা হয়েছে: ২,০৩,৭৮,৪১৭ বার; যা গড়ে দৈনিক ৬,৭৯,২৮১ বার।

২০১৮ সালের নভেম্বরে যে সব দেশ থেকে বাংলা উইকিপিডিয়া সবচেয়ে বেশি দেখা হয়েছে।

এছাড়া বাংলাদেশ থেকে নভেম্বরে  ইংরেজি উইকিপিডিয়া দেখা হয়েছে ২,৩২,৫০,০০০ বার পক্ষান্তরে ভারত থেকে দেখা হয়েছে ৬৬,০২,৩০,০০০ বার। নভেম্বরে ইংরেজি উইকিপিডিয়া সবচেয়ে বেশি দেখা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে ২৯৬,০০,০০,০০০ বার। সব মিলিয়ে নভেম্বর মাসে ইংরেজি উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ৭৪৮,০০,০০,০০০ বার।

মাইলফলক অর্জন:

নভেম্বর:

  • নর্দান লুরি উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।
  • শান জাতিগোষ্ঠীর জন্য শান ভাষায় উইকিপিডিয়া চালু হয়েছে।
  • বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে ৫০০০ চিত্র বা মিডিয়া ফাইল রয়েছে।
  • মালায়ালাম উইকিপিডিয়া ৬০ হাজার নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।
  • ক্রোয়েশীয় উইকিপিডিয়া ২ লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।

অক্টোবর:

  • উইকিমিডিয়া কমন্স ৫ কোটি মিডিয়া ফাইলের মাইলফলক স্পর্শ করেছে।
  • রুশ উইকিপিডিয়া ১৫ লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।
  • উইকিপিডিয়ার সহপ্রকল্প উইকিপ্রজাতি ৬ লক্ষ বিষয়বস্তুর মাইলফলক অর্জন করেছে।
  • আস্তুরীয় উইকিপিডিয়া ৯০ হাজার নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।
  • বর্মী উইকিপিডিয়া ৪০ হাজার নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।

সেপ্টেম্বর:

  • অসমীয়া উইকিপিডিয়া ৫ হাজার নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।
  • আফ্রিকান্স উইকিপিডিয়া ৬০ হাজার নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।
  • আরবি উইকিপিডিয়া ৬ লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করেছে।
উইকিবার্তা
Translate »
Share This