মুক্ত ছবি তথা মিডিয়ার ভাণ্ডার উইকিমিডিয়া কমন্সে (commons.wikimedia.org) সম্প্রতি লাইসেন্স হালনাগাদ করা হয়েছে। ২০০৪ খ্রিস্টাব্দে ওয়েবসাইটটি প্রতিষ্ঠার সময় থেকে ব্যবহারকারীরা ক্রিয়েটিভ কমন্স (CC), পাবলিক ডোমেইন (PD) এবং গনু ফ্রি ডকুমেন্টেশানের (GFDL) মত মুক্ত লাইসেন্সের অধীন মিডিয়া ফাইল অাপলোড করতে পারেন। তবে ১৫ অক্টোবর ২০১৮ থেকে উইকিমিডিয়া কমন্সে ছবি, অডিও এবং ভিডিও আপলোডের ক্ষেত্রে শুধুমাত্র ‘গনু ফ্রি ডকুমেন্টেশান লাইসেন্স’ গ্রহণ করা হচ্ছে না। সম্প্রতি উইকিমিডিয়া কমন্স সম্প্রদায় একটি আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে, বইয়ের স্ক্যান কপি, নির্দেশিকা, রেখচিত্র, লোগো এবং সফটওয়্যারের স্ক্রিনশট যেগুলো এখনো উক্ত লাইসেন্সের আওতাধীন রয়েছে সেগুলো আপলোড করা যাবে।
২০০০ খ্রিস্টাব্দে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন মূলত সফটওয়্যারের নির্দেশিকা, বই ও অন্যান্য তথ্যসূত্রের লাইসেন্স প্রদানের জন্য গনু ফ্রি ডকুমেন্টেশান লাইসেন্সটি চালু করে। পরবর্তীতে উইকিপিডিয়া চালু হলে উইকিপিডিয়াও এ লাইসেন্সটি গ্রহণ করে। তবে উইকিপিডিয়ার লেখা অন্য মাধ্যমে এ লাইসেন্সে শেয়ার করার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয় এর ফলে ২০০৯ খ্রিস্টাব্দের ১৫ জুলাই থেকে গনু লাইসেন্সটি বাতিল করে উইকিপিডিয়া শুধুমাত্র ‘ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার অ্যালাইক ৩.০’ লাইসেন্সটি গ্রহণ করে।
গনু লাইসেন্সের শর্তানুসারে, ব্যবহারকারীকে এই লাইসেন্সের লেখা অন্য মাধ্যমে শেয়ার করতে চাইলে লেখার সাথে ৭ পৃষ্ঠার একটি অ্যাট্রিবিউশন যুক্ত করতে হয় যা অন্য মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে অন্যদিকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ক্ষেত্রে শুধুমাত্র মূল লেখককে বা যে মাধ্যমে প্রাপ্ত সেটার কৃতিত্ব দিয়ে লেখা প্রকাশ করা যায়।
উইকিমিডিয়া কমন্সের ছবি, অডিও কিংবা ভিডিও চাইলে যেকেউ মূল ফাইল তৈরিকারীর নাম, কৃতিত্ব অংশে দিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু গনু লাইসেন্সে কোনো একটি ছবি ব্যবহার করতে চাইলে তাঁকে ৭ পৃষ্ঠার অ্যাট্রিবিউশন ব্যবহার করতে হবে যা বাস্তবসম্মত নয় বলে শুধুমাত্র এই লাইসেন্স ব্যবহার করে এধরণের আপলোড উইকিমিডিয়াতে নিষিদ্ধ করা হয়েছে। তবে ব্যবহারকারীরা উইকিমিডিয়াতে আপলোডের ক্ষেত্রে অন্য দুটি লাইসেন্স যেমন, ক্রিয়েটিভ কমন্স বা পাবলিক ডোমেইন-এর যেকোনো একটি ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, উইকিপিডিয়ার মত উইকিমিডিয়া কমন্সেও যেকেউ শিক্ষামূলক ছবি, অডিও, ভিডিও কিংবা সামগ্রিকভাবে মিডিয়া আপলোড করতে পারেন এবং যেকেউ লাইসেন্সের শর্তানুসারে সেগুলো মুক্তভাবে অন্য মাধ্যমেও ব্যবহার করতে পারেন। উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে যে ছবি দেখা যায় সেগুলো সাধারণত উইকিমিডিয়া কমন্সেই আপলোড করা হয়। উইকিমিডিয়া কমন্সের লাইসেন্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে।