উইকিপিডিয়া ও উইকিমিডিয়ার জন্য বাংলা ভাষার টপ-লেভেল ডোমেইন নাম ডট বাংলা নিবন্ধনের জন্য সম্প্রতি উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়। আবেদন যাচাই বাছাই শেষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড ‘উইকিপিডিয়া.বাংলা’ এবং ‘উইকিমিডিয়া.বাংলা’ ডোমেইন দুটি উইকিমিডিয়া বাংলাদেশকে বরাদ্দ দিয়েছেন।
বর্তমানে উইকিপিডিয়া.বাংলা ডোমেইনটি বাংলা উইকিপিডিয়ার মূল ওয়েবসাইটে (https://bn.wikipedia.org) এবং উইকিমিডিয়া.বাংলা ডোমেইনটি উইকিমিডিয়া বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে (http://wikimedia.org.bd) পুণর্নির্দেশ করে রাখা হয়েছে।
এবিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, ‘বেশ কিছু সময় অপেক্ষা করতে হলেও শেষ পর্যন্ত এটির বরাদ্দ পেয়েছি। এই মুহূর্তে বিশ্বে .বাংলা ডোমেইনের সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকটি। সেই পরিপ্রেক্ষিতে নিজের ভাষায় ডোমেইন পাওয়া এবং বাংলা উইকিপিডিয়ার মত গুরুত্বপূ্র্ণ প্রকল্পের সাথে যুক্ত করার কাজটি করতে পেরে আমরা আনন্দিত।‘
উল্লেখ্য, ২০১৬ খ্রিস্টাব্দের জুনে ইন্টারনেট অ্যাসাইনড নাম্বারস অথোরিটি কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি) .বাংলা ব্যবহারের জন্য বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেয়। ২০১৬ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর এটি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেডের অধীন নিবন্ধনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।