২০১৮ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর উইকিপিডিয়া কর্মশালা পরিচালনার জন্য লালমনিরহাটের ‘কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে’ গিয়েছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য আর. কে. হান্নান। কর্মশালা চলাকালীন উক্ত বিদ্যালয়ের একজন শিক্ষার্থী উইকিপিডিয়া নিয়ে নিম্নোক্ত কবিতাটি রচনা করেন:
উইকিপিডিয়ার কল্যাণ
মোঃ রনি ইসলাম, নবম শ্রেণী
উইকিপিডিয়া সুযোগ দিলো
আত্মপ্রকাশ করতে;
আমার কাছের সকল তথ্য,
সবার চোখে ধরতে।
নিবিড় প্রিয় এই ধরণী
আপন মনে গড়তে;
উইকিপিডিয়া হাত বাড়িয়ে
বলছে সে হাত ধরতে।
আমার চাহিদার সকল তথ্য
সময় মত পড়তে;
পাশে আছে উইকিপিডিয়া
সকল তথ্য বলতে।
নাহিদ সুলতান, আর. কে. হান্নান
গ্রহণ করুন শ্রদ্ধা সম্মান;
আপনাদের তরে নবরূপে
জানলাম উইকিপিডিয়ার কল্যাণ।