উইকিমিডিয়ার অফিসিয়াল ব্লগ এখন থেকে নতুন ঠিকানায়

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অফিসিয়াল ব্লগ সাইট blog.wikimedia.org আর ব্যবহার করা হবে না। এর পরিবর্তে উইকিমিডিয়ার বৈশ্বিক সম্প্রদায়ের সংবাদ সংক্রান্ত ব্লগটি এখন থেকে নতুনভাবে https://wikimediafoundation.org/news লিংকে পাওয়া যাবে। এক পোস্টের মাধ্যমে উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, পুরাতন ব্লগের সব বিষয়বস্তু আগের মতই থাকবে এবং পুরাতন ওয়েবসাইটের সব লিংকও আগের মতই কাজ করবে। উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট নতুনভাবে নকশা করার কাজ শুরু করে এবং এরই ধারাবাহিকতায় ব্লগটি নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে।

উইকিমিডিয়া ফাউন্ডেশন নবমবারের মত তাদের দ্বিবার্ষিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে

উইকিমিডিয়া ফাউন্ডেশন মুক্ত জ্ঞান নিয়ে কাজ করছে এবং তাদের কাজের অন্যতম একটি বিশেষণ হলো সমস্ত কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের প্রথম ছয় মাসে ফাউন্ডেশনের কাছে যেসব অনুরোধ এসেছে, ফাউন্ডেশন তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফাউন্ডেশন উইকিপিডিয়া প্রকল্পের বিষয়বস্তু অপসারণ বা পরিবর্তনের মোট ৩৮৮টি অনুরোধ পেয়েছে যার মধ্যে ৬টি এসেছে বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে। যেহেতু উইকিপিডিয়া

স্বেচ্ছাসেবী সম্প্রদায় কর্তৃক পরিচালিত সেহেতু সম্প্রদায়ের সাথে আলোচনা করে ফাউন্ডেশন সবকটি অনুরোধই প্রত্যাখান করেছে।

একই সময়ের মধ্যে ফাউন্ডেশন ১২টি ডিএমসিএ বা কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত অনুরোধ পেয়েছে যার মধ্যে ২টি অনুরোধ গ্রহণ করা হয়েছে। এছাড়া একই সময়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়ে তারা ২৩টি অনুরোধ পেয়েছে যার মধ্যে ২টি অনুরোধে তারা সাড়া দিয়েছে।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্বচ্ছতার প্রতিবেদন পাওয়া যাবে এখানে: https://transparency.wikimedia.org 

মাইলফলক অর্জন:

আগস্ট:

* বাংলা উইকিপিডিয়া ৬০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

* পাঞ্জাবি উইকিপিডিয়া ৩০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

* গ্রিক উইকিপিডিয়া ১ লক্ষ ৫০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

* চেচেন উইকিপিডিয়া ২ লক্ষ নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

* দক্ষিণ আজারবাইজান উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

জুলাই:

* বাংলা উইকিসংকলন প্রকাশের পর থেকে জুলাই পর্যন্ত ১০ লক্ষবার সম্পাদনা করা হয়েছে।

* গ্যালিসীয় উইকিপিডিয়া ১ লক্ষ ৫০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

* বাসকো উইকিপিডিয়া ৩ লক্ষ নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

* ইউক্রেনীয় উইকিপিডিয়া ৮ লক্ষ নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

* ফরাসি উইকিপিডিয়া ২০ লক্ষ নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।

নতুন সম্প্রদায় যারা যুক্ত হয়েছে বা বাদ পরেছে

উইকিমিডিয়ার বৈশ্বিক সম্প্রদায়ে যুক্ত রয়েছে বিভিন্ন দেশের উইকিমিডিয়া চ্যাপ্টার, ইউজারগ্রুপ এবং আরও সমমনা সংস্থা। উইকিমিডিয়ার “অ্যাফিলিয়েশন কমিটি” সংক্ষেপে অ্যাফকম বিভিন্ন অঞ্চলে উইকিমিডিয়ার শিক্ষামূলক কাজ প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন অঞলে আবেদনের ভিত্তিতে এগুলোর অনুমোদন দিয়ে থাকে। এর মধ্যে চ্যাপ্টারসমূহ জাতীয়ভাবে গঠিত হয় এবং তারা স্থানীয়ভাবে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। ইউজারগ্রুপ হলো ইনফর্মাল একটি দল যারা নির্দিষ্ট সম্প্রদায় নিয়ে কাজ করে থাকেন এবং অ্যাফকম তাদের এক বছরের জন্য অনুমোদন দিয়ে থাকে অথবা তাদের অনুমোদন বাতিল করতে পারে। সাম্প্রতিক সময়ে অ্যাফকম কর্তৃক অনুমোদনপ্রাপ্ত/অনুমোদন বাতিল হওয়া কয়েকটি ইউজারগ্রুপ নিম্নে উল্লেখ করা হলো:

* তামাজিত ভাষার উইকিমিডিয়ানদের সম্প্রদায় ১ বছরের জন্য অনুমোদন পেয়েছে।

* “উইকিপিডিয়া ও শিক্ষা” নামের ইউজারগ্রুপ ১ বছরের জন্য অনুমোদন পেয়েছে।

* আলবেনীয় উইকিমিডিয়ানদের সম্প্রদায় ১ বছরের জন্য অনুমোদন পেয়েছে।

* তানজানিয়া উইকিমিডিয়ানদের সম্প্রদায় ১ বছরের জন্য অনুমোদন পেয়েছে।

* অ্যাফকম, ব্রাজিলের দুটি ইউজারগ্রুপের অনুমোদন বাতিল করেছে।

উইকিবার্তা
Translate »
Share This