আগামী ২০ এপ্রিল জার্মানির বার্লিন শহরে দশমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে উইকিমিডিয়ানদের বার্ষিক মিলনমেলা উইকিমিডিয়া সম্মেলন । ২০০৮ সালে নেদারল্যান্ডের নাইমেগানে প্রথম উইকিমিডিয়ার চ্যাপ্টার মিটআপ অনুষ্ঠিত হয়। পরের বছর এরই ধারাবাহিকতায় জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয় প্রথম উইকিমিডিয়া সম্মেলন ২০০৯। আর এবার ২০১৮ সালের ২০-২২ এপ্রিল বার্লিনে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সহায়তায় এবং উইকিমিডিয়া ডয়েচল্যান্ডের আয়োজনে বার্ষিক এই সম্মেলনের দশম আসর। আন্তর্জাতিক এই সম্মেলনে উইকিমিডিয়া বাংলাদেশ থেকে এবারে যোগ দেবেন সাধারণ সম্পাদক নাহিদ সুলতান, কোষাধ্যক্ষ ও অন্তর্ভুক্তি কমিটির (Affiliations Committee) সদস্য তানভির মোর্শেদ এবং পরিকল্পনা ও আউটরীচ পরিচালক এই প্রতিবেদক (অংকন ঘোষ দস্তিদার)।
মুক্ত জ্ঞান হিসেবে উইকিমিডিয়া আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণে প্রয়োজনীয় কৌশল, কর্মপন্থা গ্রহণ বিষয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়ে থাকে। এবারকার সম্মেলনে বিশেষভাবে আলোচিত হবে জ্ঞানের সমতা। ২০৩০ সালের মধ্যে কিভাবে প্রতিটি স্তরের মানুষের কাছে জ্ঞান কার্যকরীভাবে পৌঁছে দেওয়া যেতে পারে, সে লক্ষ্যে সরকার বা বেসরকারি খাতের সাথে কিভাবে অংশীদারিত্ব গড়ে তোলা যেতে পারে; এবং সর্বোপরি এর মাধ্যমে কিভাবে সকল স্তরের মানুষ সুফল পেতে পারে ইত্যাদি বিষয়ও সম্মেলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।