গত ২৭ জানুয়ারি ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় জাদুঘরের সহায়তায় আয়োজিত এ সভায় উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। সভায় সদস্যগণের সাথে নির্বাহী পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আলোচনা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণীর বিস্তারিত পেশ করা হয় এ সভায়।

বাংলা ভাষায় উইকিপিডিয়ার যাত্রা শুরু হয় ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকেই। তাই একই দিনে মিলনায়তনে সারা দেশের উইকিপিডিয়ানদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং উইকিপিডিয়ান ফয়জুল লতিফ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলা উইকিপিডিয়ার অগ্রগতি ধীরে ধীরে বাড়ছে। এমন উদ্যোগগুলোই ইন্টারনেটে বাংলা কনটেন্ট বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।’ আয়োজকেরা জানান, ধীরে ধীরে আমাদের মাতৃভাষা বাংলাতে উইকিপিডিয়া সমৃদ্ধ হয়ে উঠছে। নারীদের উইকিপিডিয়াতে অংশগ্রহণ বৃদ্ধিসহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া তার অন্যতম প্রমাণ। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তাঁরা।

গঠিত নির্বাহী পরিষদ:

সভাপতি: শাবাব মুস্তাফা
সাধারণ সম্পাদক: নাহিদ সুলতান
কোষাধ্যক্ষ: তানভির মোর্শেদ
নির্বাহী সদস্য: মুনির হাসান, আলী হায়দার খান, তানভির রহমান, নুরুন্নবী চৌধুরী, মহীন রীয়াদ, মাসুম-আল-হাসান

উইকিবার্তা
Translate »
Share This