আগামী ২০শে এপ্রিল কুমিল্লা টাউন হল মাঠে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়মিত এ মিটআপটি সকলের জন্য উন্মুক্ত। এটি মূলত উইকিপিডিয়ানদের একটি আড্ডা। নতুন যারা আসবেন এবং পুরাতনদের মাঝে অনলাইনের বাইরেও যাতে চেনাজানা হয় এ জন্যই মূলত এর আয়োজন। এছাড়া, উইকিপিডিয়ার আগামী কার্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনাও হবে। আগ্রহী যে কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে এ ইভেন্টে।

সেপ্টেম্বর, ২০১৮: আগামী সেপ্টেম্বরে ঢাকায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত  হবে এই আড্ডাটি। এছাড়া রাজশাহী ও চট্টগ্রামেও এধরণের আড্ডা আয়োজন করা হবে। যথারীতি যেকেউ এই মিটআপে অংশ নিতে পারেন। এবারের মিটআপে মূলত উইকি লাভ্‌স মনুমেন্ট্‌স, নিবন্ধের মানোন্নয়ন প্রতিযোগিতা প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

উইকিবার্তা
Translate »
Share This