
পল্লব কবিরের তোলা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনের ছবিটি আন্তর্জাতিক পর্যায়ে ১১তম স্থান দখল করে।
উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভ্স আর্থ’ (ডব্লিউএলআই)। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মত এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। গতবার প্রথমবারের অংশগ্রহণেই আন্তর্জাতিক পরিসরে একাদশ স্থান দখল করেছিল বাংলাদেশের মৌলভীবাজারে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি ছবি।
গোটা মে মাস জুড়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলের ছবিগুলো জমা দেওয়া যাবে। প্রতিযোগিতা শেষে নির্বাচিত ছবিগুলো জিতে নেবে পুরস্কার। এছাড়াও থাকছে আন্তর্জাতিক পুরস্কার।
সংরক্ষিত অঞ্চলের তালিকা কিংবা প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত জানার জন্য যেতে হবে এই ঠিকানায়: www.wikiloves.org/earth