কুমিল্লায় ফটোওয়াক অনুষ্ঠিত

কুমিল্লার নানাবিধ স্থাপনার ছবি বৃদ্ধির লক্ষ্যে গত ১৩ই জানুয়ারি কুমিল্লা জেলায় ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা উইকিপিডিয়া সম্প্রদায় আয়োজিত এ ফটোওয়াকে কুমিল্লা টাউন হল, কুমিল্লা জিলা স্কুল, ভিক্টোরিয়া কলেজ, কাদিরপুর, ঈশ্বর পাঠশালা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ৩৭৫টি ছবি কমন্সে আপলোড করা হয়।

মাতৃভাষা দিবসে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

প্রতি বছরের মত এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুরে উইকিপিডিয়ানদের সমাবেশ থেকে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। ২০০৭ সাল থেকে প্রতি বছরই এ সমাবেশটি আয়োজন করা হচ্ছে। মূলত উইকিপিডিয়ানেরাই এ সমাবেশে জমায়েত হয়, এবং মানুষকে উইকিপিডিয়ায় কাজ করতে উদ্বুদ্ধ করে থাকে।

শেষ হল দুইমাসব্যাপী নিবন্ধ প্রতিযোগিতা

‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় ১লা ফেব্রুয়ারি থেকে ৩১শে মার্চ ২০১৮ পর্যন্ত দুই মাসব্যাপী নিবন্ধ প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় প্রায় ২০৫টি নতুন এবং গুরুত্বপূর্ণ নিবন্ধ তৈরি হয়েছে, যার অধিকাংশই নতুন ব্যবহারকারী কর্তৃক প্রণীত।

এই অনুবাদ প্রতিযোগিতায় যে-কেউ যুক্ত হতে পারেন এবং যদি কেউ একটি নিবন্ধও অনুবাদ করে তাহলে তিনিও পাবেন উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ডিজিটাল সার্টিফিকেট। শীঘ্রই বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এবারের প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

উইকিবার্তা
Translate »
Share This