২০১৫ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত উইকিমিডিয়া সম্মেলনে আলোচনার পর অবশেষে আগামী মে মাসের ৫-৬ তারিখ ইন্দোনেশিয়ার বালি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ESEAP (ইস্ট, সাউথইস্ট এশিয়া এবং প্যাসিফিক অঞ্চল) সম্মেলন।
পূর্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের অঞ্চলসমূহ বৈশ্বিক উইকিমিডিয়া সম্প্রদায়ে তেমনভাবে অবদান রাখতে পারছে না বলে ধরে নেওয়া হয়। এ সম্মেলন পারস্পরিক সম্পর্কের উন্নয়নে এবং একসাথে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনকে সম্ভব করে তুলবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ থেকে উইকিমিডিয়া বাংলাদেশের কোষাধ্যক্ষ এবং অন্তর্ভুক্তি কমিটির সদস্য তানভির মোর্শেদ এ সম্মেলনে যোগ দিচ্ছেন।