আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ উইকিপিডিয়াতে অনলাইন এডিটাথন অনুষ্ঠিত হয়। বাংলা উইকিপিডিয়ায় নারীদের নিবন্ধ সমৃদ্ধ করার লক্ষ্যে, ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস এবং উইকিমিডিয়া বাংলাদেশ যৌথভাবে “উইকিগ্যাপ” নামক এই এডিটাথনের আয়োজন করে। এডিটাথনটি বিশ্বব্যাপী সুইডিশ দূতাবাস ও উইকিমিডিয়া সুইডেনের #উইকিগ্যাপ ক্যাম্পেইনের অংশ। স্থানীয় নারীদের সম্পর্কে নিজের ভাষার উইকিপিডিয়ায় তথ্য যোগ করার মাধ্যমে উইকিপিডিয়ার বিষয়বস্তুর লিঙ্গবৈষম্য দূর করাই ছিল এই এডিটাথনের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ এবং ভারতে অবস্থিত বাংলাভাষীদের জন্য আয়োজিত এই এডিটাথন শুরু হয় ৮ মার্চ বাংলাদেশ ও ভারতের স্থানীয় সময় রাত ১২টায় এবং শেষ হয় একই দিনে রাত ১১.৫৯ মিনিটে। এডিটাথন চলাকালীন সময় দিনব্যাপী সুইডিশ দূতাবাস ও উইকিপিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এডিটাথন সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রদান করা হয়।
এডিটাথনে ৩৩জন ব্যবহারকারী অংশগ্রহণ করেন এবং এই এডিটাথনের মাধ্যমে মোট ৭০টি নারী বিষয়ক নিবন্ধ সমৃদ্ধ করা হয়।