গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী কলেজে নারীদের নিয়ে উইকিপিডিয়ার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী থেকে নারী উইকিপিডিয়ান বাড়ানোর লক্ষ্যে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায় এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটির মূল বিষয় ছিল উইকিপিডিয়ায় নারীদের অবদান বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করা। এর পাশাপাশি কর্মশালায়, উইকিপিডিয়া সম্পাদনার সময় উদ্ভূত সাধারণ সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালাটি পরিচালনাকারী উইকিপিডিয়ানগণ, কর্মশালার অংশগ্রহণকারীদের মাঝে নিজেদের সম্পাদনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে আলোচনা করেন।