গত ২৮ ফেব্রুয়ারি শেষ হলো ২০১৮ সালের স্টুয়ার্ড নির্বাচন। বাংলাদেশ থেকে নাহিদ সুলতান স্টুয়ার্ড হিসেবে পুণরায় নির্বাচিত হয়েছেন। বর্তমানে বৈশ্বিক ৩৪জন স্টুয়ার্ড রয়েছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে নাহিদ সুলতান একাই এ দায়িত্ব পালন করছেন।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের সবগুলো সাইটে (৭০০’র বেশি) উইকি ইন্টারফেইসে স্টুয়ার্ডদের সব ধরণের প্রযুক্তিগত প্রবেশাধিকার রয়েছে। তারা তাদের এই প্রযুক্তিগত অধিকারগুলো স্থানীয় সম্প্রদায়ের অনুরোধক্রমে এবং ঐকমত্যের ভিত্তিতে প্রয়োগ করে থাকে। যেসব উইকিতে প্রশাসক বা বুরোক্র্যাট নেই সেসব উইকিতে স্টুয়ার্ডরাই এই দায়িত্ব পালন করে থাকেন। তারা উইকিমিডিয়া প্রকল্পের যেকোনো উইকিতে যেকোনো ব্যবহারকারীর প্রযুক্তিগত অধিকারসমূহ পরিবর্তন করতে পারেন।