আগামী ১৬ সেপ্টেম্বর, ২০১৮ সাল [১] থেকে শুরু হচ্ছে আরব ও বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী। উইকিমিডিয়া সম্মেলন ২০১৮-এর আলোচনা প্রসূত এ বিনিময় কর্মসূচীতে দুই ভাষার উইকিপিডিয়ানগণ পরস্পরের ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উইকিপিডিয়া নিবন্ধগুলো অনুবাদ করবেন। এ বিনিময় কর্মসূচীর আয়োজক হিসেবে রয়েছেন আরবি উইকিপিডিয়ার মুসাব বানাত  ও বাংলা উইকিপিডিয়ার অংকন ঘোষ দস্তিদার। বন্ধুত্বপূর্ণ এ বিনিময় কর্মসূচীর সার্বিক সহযোগিতায় রয়েছে উইকিমিডিয়া বাংলাদেশ। দুই ভাষার সর্বাধিক নিবন্ধ প্রণেতাকে বন্ধুত্বের প্রতীকস্বরূপ উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পোস্টকার্ড প্রদান করা হবে।

এ ধরণের বিনিময় কর্মসূচী দুই ভাষার মধ্যকার বন্ধন দৃঢ় করতে এবং বিষয়সম্ভার বৈচিত্র্যপূর্ণ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন।

এ সংক্রান্ত বিস্তারিত জানা যাবে উইকিমিডিয়া মেটার প্রকল্প পাতায় এখানে: Arabic–Bengali Cultural Exchange Program

তথ্য হালনাগাদ:
১. কর্মসূচী শুরুর তারিখ ৭ সেপ্টেম্বর, ২০১৮ হতে পরিবর্তিত হয়ে ১৬ সেপ্টেম্বর, ২০১৮ নির্ধারিত হয়েছে। (০৭-০৮-২০১৮)

উইকিবার্তা
Translate »
Share This