উইকিপিডিয়ায় তথ্য অনুসন্ধান প্রক্রিয়া আরো কার্যকর ও উন্নত করার লক্ষ্যে উচ্চতর অনুসন্ধান সুবিধা চালু করা হয়েছে। ২০১৮ সালের মে মাস থেকে সকল ভাষার উইকিপিডিয়ায় বেটা বৈশিষ্ট্য হিসেবে সুবিধাটি চালু করা হয়। এই সুবিধার মাধ্যমে একজন ব্যবহারকারী পূর্বের চেয়ে অধিক নির্দিষ্ট এবং প্রাসঙ্গিক তথ্য সহজেই খুঁজে নিতে পারবেন। অনুসন্ধানের বিষয়বস্তুর সাথে প্রদর্শিত ফলাফলের সামঞ্জস্যতা নিশ্চিত করতে প্রচলিত ব্যবস্থায় সৃজনশীল পরিবর্তন আনার ধারণা শুরু হয় উইকিমিডিয়া জার্মানির প্রযুক্তি দলের হাত ধরে। ২০১৬ সালের শরৎকালে জার্মানির তিনটি শহরে ধারাবাহিকভাবে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব কর্মশালায় প্রচলিত ব্যবস্থার উন্নতিকরণ এবং ব্যবহারকারীর পছন্দক্রমের মধ্যে সামঞ্জস্যতা রেখে উচ্চতর অনুসন্ধানের কাঠামো গৃহীত হয়।
উইকিপিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে “বেটা বৈশিষ্ট্য” থেকে “উচ্চতর অনুসন্ধান ইন্টারফেস”-এ টিকচিহ্ন দিলে সংযুক্ত অ্যাকাউন্টের সাথে সুবিধাটি যুক্ত হবে। এরপর থেকে উইকিপিডিয়ায় অনুসন্ধান বাক্সের একদম ডানে বিদ্যমান বিবর্ধক কাঁচ প্রতীকে ক্লিক করলে অনুসন্ধানের জন্য উচ্চতর প্যারামিটারবিশিষ্ট একটি পাতা প্রদর্শিত হবে। প্যারামিটারগুলোর মধ্য থেকে সুবিধামত প্যারামিটারের একটি নিয়ে অথবা একাধিকের সমন্বয় তৈই করে তথ্য অনুসন্ধান করা যাবে। এতে করে ব্যবহারকারীর প্রয়োজনমত নির্দিষ্ট কিছু শব্দ, বাক্য বা বাক্যাংশ আছে এমন পাতা সহজেই খুঁজে নিতে পারবেন। অথবা নির্দিষ্ট কিছু শব্দ নেই এমন পাতাও অনুসন্ধান করা যাবে। অনুসন্ধানকৃত তথ্যটি যদি ছবি, অডিও কিংবা ভিডিও হয়, তাহলে “ফাইল ধরণ” থেকে তথ্যের ধরণ নির্বাচন করতে হবে।
এক্ষেত্রে কিছু অতিরিক্ত প্যারামিটার, যেমন: ভিডিও’র দৈর্ঘ্য ও প্রস্থ ইত্যাদি, স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। ব্যবহারকারী যদি শুধুমাত্র নির্দিষ্ট নামস্থান থেকে তথ্য সংগ্রহ করতে চান, তাহলে তিনি অনুসন্ধানের সময় নামস্থান উল্লেখ করে দিতে পারবেন। তিনি চাইলে দুই বা ততোধিক নামস্থানের সমন্বয়েও তথ্য অনুসন্ধান করতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র উল্লেখিত নামস্থানে বিদ্যমান তথ্যই প্রদর্শিত হবে।
উইকিপিডিয়া ইতোমধ্যে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানকোষে পরিণত হয়েছে এবং কলেবরে তা বাড়ছেই। এই বিশাল জ্ঞানভাণ্ডার থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো তথ্য খুঁজে পাওয়ার নিশ্চয়তা এবং অনুসন্ধান প্রক্রিয়ার দক্ষতা নিশ্চিত করতে উচ্চতর অনুসন্ধানের নির্মাতারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তাঁরা এই সুবিধাকে আরো ফলপ্রসু করতে কাজ করে যাচ্ছেন।