সম্পাদনা সভায় উইকিপিডিয়ানরা নিবন্ধ লিখছেন! ছবি: নাহিদ সুলতান/সিসি-বাই-এসএ ৪.০

বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে ৬০ হাজারের বেশি নিবন্ধ রয়েছে। কিন্তু অনেক নিবন্ধ শুরু হয় অল্প দুই/একটি বাক্য দিয়ে, ব্যবহারকারীরা যথাযথ তথ্য পান না। এধরণের অসম্পূর্ণ/ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহকে সম্পূর্ণ করে বাংলা উইকিপিডিয়ার মান বৃদ্ধি করার লক্ষ্যে শীঘ্রই উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজন করেছে মাসব্যাপী নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতার। নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধ বেছে নিয়ে উক্ত নিবন্ধটির মান বৃদ্ধি করাই এই প্রতিযোগিতার লক্ষ্য।

এই প্রতিযোগিতায় যে-কেউ যুক্ত হতে পারবেন এবং বিজয়ীদের উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। বিস্তারিত জানতে যেতে হবে এই ঠিকানায় https://bn.wikipedia.org/s/apl8

উইকিপিডিয়া এশীয় মাস
২০১৫ সাল থেকে এশিয়ার দেশসমূহে স্ব-স্ব ভাষার উইকিপিডিয়া সমৃদ্ধির জন্য প্রতি বছর নভেম্বর মাসে ‘উইকিপিডিয়া এশীয় মাস’ নামে একটি নিবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজের দেশ বাদে এশিয়ার অন্য দেশসমূহের বিষয়বস্তু নিয়ে নিজের ভাষার উইকিপিডিয়া সমৃদ্ধ করে থাকেন। প্রতিযোগিতা শেষে এশিয়ার বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীদের পোস্টকার্ড প্ররণ করা হয় (যেমন, উইকিমিডিয়া বাংলাদেশ অন্যান্য দেশসমূহের অংশগ্রহণকারীদের পোস্টকার্ড প্রেরণ করে থাকে)।

বাংলা উইকিপিডিয়াতেও প্রতিযোগিতাটি শুরু থেকেই আয়োজন করা হচ্ছে। এ বছরও আগামী নভেম্বরে এটি বাংলা উইকিপিডিয়াতে অনুষ্ঠিত হবে।

উইকিবার্তা
Translate »
Share This