ছবি: কলিন / সিসি-বাই-এসএ ৪.০

গত ৩ মে হাজারেরও বেশি উইকিপিডিয়ার ব্যবহারকারী অ্যাকাউন্টে আক্রমণ করা হয়। এতে ব্যবহারকারীরা “নতুন একটি ডিভাইস থেকে আপনার একাউন্টে প্রবেশের ব্যর্থ চেষ্টা করা হয়েছিল। নিশ্চিত করুন যেন আপনার অ্যাকাউন্ট শক্তিশালী পাসওয়ার্ডধারী হয়” বার্তা পান। একই অ্যাকাউন্টে বারংবার প্রবেশ করার চেষ্টা করা হয়। উইকিমিডিয়া ফাউন্ডেশনের নিরাপত্তা পরিচালক জন বেনেট জানান, “আমরা সর্বদাই আমাদের নিরাপত্তা ব্যবস্থায় উন্নয়নে কাজ করে যাচ্ছি। তবে সবচেয়ে ভালো নিরাপত্তা ব্যবস্থা আপনিই গ্রহণ করতে পারেন, আপনার অ্যাকাউন্টের জন্য।”

তিনি নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং অধিকতর উচ্চতর অ্যাক্সেসযুক্ত অ্যাকাউন্টে “টু ফ্যাক্টর অথেন্টিকেশন” যোগ করার পরামর্শ দেন। বর্তমানে ফাউন্ডেশনের নিরাপত্তা দল ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ক যেকোনো যোগাযোগের জন্য ফাউন্ডেশনকে জানাতে পারেন এই ঠিকানায়: [email protected]

উইকিবার্তা
Translate »
Share This