
উইকিমিডিয়া ফাউন্ডেশন সার্ভার। ছবি: ভিক্টর গ্রিগাস/সিসি-বাই-এসএ ৪.০
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবহারকারীদের আরো বৃহত্তর পরিসরে সেবা প্রদান করার উদ্দেশ্যে উইকিমিডিয়া ফাউন্ডেশন সিঙ্গাপুরে একটি নতুন ডেটা সেন্টার স্থাপন করেছে। ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশন সর্বদাই তৎপর। তৃতীয় পক্ষের সেবা না নিয়ে ফাউন্ডেশন প্রযুক্তির নীতিমালা অনুযায়ী ব্যবহারকারী তথ্যের দৃঢ় নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া, ক্যারোলটন, টেক্সাস; ভার্জিনিয়ার অ্যাশবার্ন এবং নেদারল্যান্ডে আগেই ডেটা সেন্টার ছিল। তবে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চল, বিশেষত এশিয়া-প্যাসিফিক অঞ্চল এই ডেটা সেন্টারগুলো থেকে উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছে। ফলে ব্যবহারকারীদের সেবা পেতে কিছুটা হলেও বিলম্ব হচ্ছে।
নতুন এই ডেটা সেন্টার এই অঞ্চলের ব্যবহারকারীদের আরো উন্নত সেবা দিতে সক্ষম হচ্ছে। ডেটা সেন্টার স্থাপনের পর করা এক জরিপে দেখা গেছে বাংলাদেশ থেকে কোনো উইকি পাতায় প্রবেশ করতে যেখানে আগে যেখানে ৩ থেকে ৩.২ সেকেন্ড লাগত, এখন সেখানে ১.৮ থেকে ২.১ সেকেন্ড সময় লাগে। জাপান, ইন্দোনেশিয়া – প্রভৃতি দেশ থেকেও উল্লেখযোগ্য উন্নতি লক্ষ করা গেছে।