উইকিপিডিয়ায় যে-কেউ সম্পাদনা করতে পারেন – বিষয়টা বুঝতে পারার পরেই আমাদের মধ্যে একপ্রকারের স্বাধীনতা ভর করে। স্বাধীনতার সুযোগ নিয়ে আমরা যেকোনো নিবন্ধই সম্পাদনা করতে বসে যাই, তারপর যা-ইচ্ছা, যেমন ইচ্ছা, কিছু লিখে, কিছু বদলে রেখে দিই। বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না বুঝে; মানে উইকিপিডিয়া সম্পাদনার পথ-পদ্ধতি না বুঝেই সম্পাদনা করতে গেলে ভুল হয়ে যাওয়াটাইতো স্বাভাবিক ‒ সেটাই হয়ে থাকে। সেই সমস্যার সমাধান হলো: উইকিপিডিয়া:খেলাঘর।
‘খেলাঘর’ নামটা আমার খুব পছন্দের। ছোটবেলায় আমার খুব দুর্নাম ছিলো, গ্রামের বাড়িতে গেলেই আমি বাড়ির আশেপাশে কোথাও একটা খেলাঘর বানিয়ে ফেলি, সেখানে চড়ুইভাতির আয়োজন করি ‒ এজন্য দাদার অনেক বকাঝকাও খেয়েছি। খেলাঘরের মজা হলো, সেখানে বড়দের মতো সবকিছুই করা যায়, কিন্তু ভুল করলে সেটার কোনো মাশুল দিতে হয় না, খেলা শেষ হয়ে গেলে খেলাঘর ভণ্ডুল হয়ে গেলেও কারো কোনো ক্ষতি হয় না।
উইকিপিডিয়া:খেলাঘর-এর ব্যাপারটাও তেমনই ‒ এখানে আপনি উইকিপিডিয়া সম্পাদনার দুরকম অভিজ্ঞতাই নিতে পারবেন: “দৃশ্যমান সম্পাদনা” কিংবা “উৎস সম্পাদনা”। দৃশ্যমান সম্পাদনায় আপনি একটি সুন্দর এডিটর সাপোর্ট পাবেন, যার সহায়তায় আপনি বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের পাশাপাশি, লিংক এমনকি তথ্যসূত্র যোগ করারও মজাদার সুবিধা চর্চা করতে পারবেন। আর উৎস সম্পাদনা হলো উইকিপিডিয়ার মূল সম্পাদনা টুল, যা ব্যবহার করে আপনি সম্পূর্ণ নিজের মতো করে, প্রয়োজনে এইচটিএমএল মার্কআপ দিয়েও লেখার চর্চা করতে পারবেন।
উইকিপিডিয়ার খেলাঘর আবার একটি নয়, তিন তিনটি আছে; একটিতে কেউ কাজ করতে থাকলে, আপনি অন্য আরেকটি খেলাঘর ব্যবহার করতে পারবেন। এই তিনটিতে আপনার না পোষালে আপনি উইকিপিডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলে নিয়ে নিজের নামস্থানের অধীনে ইচ্ছেমতো খেলাঘর তৈরি করে কাজ করতে পারবেন, মন খুলে যা-ইচ্ছা, যেভাবে ইচ্ছা লিখে, পরখ করে, যাচাই করে নিতে পারবেন।
চড়ুইভাতি শেষ হয়ে গেলে, খেলাও শেষ; খেলাঘরের প্রয়োজনও যাবে ফুরিয়ে। আপনি তখন অভিজ্ঞতাও পেয়ে গেলেন উইকি-ফর্মেটিং সম্বন্ধে, আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উইকিপিডিয়ার যে-কোনো পছন্দের নিবন্ধে সম্পাদনা করুন।
উইকিপিডিয়া:খেলাঘর পাওয়া যাবে এখানে:
https://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:খেলাঘর
আর, উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট থেকে থাকলে, নিজস্ব খেলাঘর বানানো যাবে এখানে:
https://bn.wikipedia.org/w/index.php?title=বিশেষ:MyPage/খেলাঘর&action=edit
মঈনুল ইসলাম
১২ জুন ২০২১