
বাংলা উইকিপিডিয়া’র লোগো – উইকিমিডিয়া ফাউন্ডেশন / সিসি-বাই-এস ৩.০
সংক্ষিপ্ত পরিসংখ্যান
২০২১ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে মে মাসের ২৮ তারিখ এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিগত পাঁচ মাসে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ৮২,৫১৩,০২৮ বার; যা গড়ে দৈনিক প্রায় ৫,৫৭,৫২০ বার। শুধু এপ্রিল মাসে বাংলা উইকিপিডিয়া পড়া হয়েছে মোট ১৫,০০৪,৩০২ বার, যা গড়ে দৈনিক প্রায় ৫,০০,১৪৩ বার।
বিশেষ বিশেষ দিনে বাংলা উইকিপিডিয়াতে পাঠকেরা স্বভাবতই উক্ত বিষয় নিয়ে জানতে চেয়েছেন। যদি আমরা মে মাসের জীবনীভিত্তিক নিবন্ধের দিকে তাকাই, তবে দেখা যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর তারিখের দিকে, তথা ২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত সবচেয়ে বেশিবার পড়া হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’ নিবন্ধটি। অনুরূপভাবে সত্যজিৎ রায়ের জন্মদিনে (২ মে) সবচেয়ে বেশি পঠিত নিবন্ধ ছিলো ‘সত্যজিৎ রায়’। তবে এর পরদিন অর্থাৎ ৩ মে থেকে ৫ মে পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত নিবন্ধ ‘মমতা বন্দ্যোপাধ্যায়’, কারণ ঐ সময়েই পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। তবে ৬ মে থেকে ৮ মে পর্যন্ত বিশ্বকবির জন্মবার্ষিকীর সময়জুড়ে সবচেয়ে বেশি পঠিত নিবন্ধ ছিলো ‘রবীন্দ্রনাথ ঠাকুর’।
নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২১
ফেব্রুয়ারি এবং মার্চ জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত হয় নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২১। বিশ্বের বিভিন্ন দেশের লোকগাথা এবং লোকগাথায় নারী বিষয়বস্তু উইকিপিডিয়াতে তুলে ধরাই আন্তর্জাতিক এ প্রতিযোগিতার লক্ষ্য। আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলা উইকিপিডিয়ায়ও এই এডিটাথন আয়োজিত হয়। এটি মূলত উইকি লাভ্স ফোকলোর আলোকচিত্র প্রতিযোগিতার উইকিপিডিয়া সংস্করণ। এডিটাথনে ১০ জন ব্যবহারকারী মোট ৯৫৮টি নিবন্ধ জমা দেন। সর্বোচ্চ নিবন্ধ লেখেন ব্যবহারকারী:Hirok Raja (৬০০টি)।
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নের লক্ষ্যে ‘ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১’ আয়োজন করে বাংলা উইকিপিডিয়ার একদল অবদানকারী। পুরো রমজান মাস এডিটাথনটি চলমান ছিলো। এডিটাথনে ২৫ জন ব্যবহারকারী মোট ৪৪৩টি নিবন্ধ জমা দেন এবং ৪৩৪টি নিবন্ধ গৃহীত হয়। সর্বোচ্চ নিবন্ধ লেখেন ব্যবহারকারী:Mzz Tanmay (১২৫টি)।
চালু হলো ‘একটি লিঙ্ক যোগ করুন’ বৈশিষ্ট্য
নবাগতদের জন্য সহজ একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে গ্রোথ দলের নবাগতদের নীড়পাতা ফেব্রুয়ারি মাসে বাংলা উইকিপিডিয়ায় চালু হয়। নীড়পাতার মাধ্যমে নিবন্ধে উইকিপিডিয়ার নিবন্ধের মাঝে সংযোগ স্থাপন সহজতর করার লক্ষ্যে নতুন বৈশিষ্ট্য হিসেবে যোগ হয় ‘একটি লিঙ্ক যোগ করুন’ কাজটি। এর মাধ্যমে যন্ত্র কর্তৃক পরামর্শ দেয়া হবে যে, কোন শব্দ/শব্দগুচ্ছ অন্য নিবন্ধের সাথে লিঙ্ক করা যেতে পারে। অবদানকারীরা ঐ পরামর্শটি সঠিক হলে গ্রহণ করতে পারেন, ভুল মনে করলে গ্রহণ না করতে পারেন, কিংবা নিশ্চিত না হলে এড়িয়েও যেতে পারবেন। নবাগতরা যেন সহজে ধাপে ধাপে উইকিপিডিয়ায় অবদান রাখতে পারে, সে ব্যাপারে সহায়তার জন্য কাঠামোবদ্ধ কাজগুলোর মধ্যে নতুন সংযোজন এই ‘একটি লিঙ্ক যোগ করুন’।
এখন থেকে নতুন তৈরি অ্যাকাউন্টের ৪০% ক্ষেত্রে “একটি লিঙ্ক যোগ করুন” বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে, ২০% ক্ষেত্রে গ্রোথ দলের বৈশিষ্ট্যাবলী প্রযুক্ত হবে না, এবং বাকি ৪০% ক্ষেত্রে আগের মতো সাধারণ নীড়পাতা থাকবে ― নতুন বৈশিষ্ট্যটি সেখানে কার্যকর হবে না। এর মাধ্যমে জানা সম্ভব হবে যে, এই বৈশিষ্ট্যাবলী আসলেই কতটা কার্যকর, এবং এর মাধ্যমে ভবিষ্যতে নবাগতদের জন্য যথাযথ সুবিধা নির্মাণ সম্ভব হবে। নবাগতদের নীড়পাতা যুক্ত করা যাবে এরূপে: অ্যাকাউন্টে প্রবেশ>আমার পছন্দ>ব্যবহারকারীর প্রোফাইল>নবাগতদের নীড়পাতা (সবার শেষে) বাক্সে টিকচিহ্ন প্রদানের মাধ্যমে।