উইকিমডিয়া ফাউন্ডেশনের লোগো

২০২১-এর ২ ফেব্রুয়ারি তারিখে উইকিপিডিয়া ও অনুরূপ প্রকল্প পরিচালনাকারী মূল অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন তার সকল প্রকল্পের জন্য সর্বজনীন আচরণবিধি প্রবর্তন করেছে। উইকিমিডিয়ার প্রকল্পসমূহে নেতিবাচক আচরণ মোকাবেলার জন্য একটি বিশ্বব্যাপী আদর্শ তৈরি করার উদ্দেশ্যে এই নীতিমালা তৈরি হয়।

বৈশ্বিকভাবে ইন্টারনেট প্ল্যাটফর্মে ব্যবহারকারী যেমন বাড়ছে, তেমনি এর সাথে সম্পৃক্ত হয়রানিমূলক ব্যবহার, সহিংসতা, ইত্যাদিও বাড়ছে। এই প্রবণতা পর্যবেক্ষণ করে উইকিপিডিয়া ও অনুরূপ প্রকল্পের বিভিন্ন ক্ষেত্রে ফাউন্ডেশন এবং স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য জবাবদিহিতা জোরদার করা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। 

এ প্রসঙ্গে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সদ্য সাবেক সিইও ক্যাথরিন মা’র বলেন, “আমাদের [উইকিমিডিয়ার] কাজ একটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, আর সেটি হলো প্রত্যেকের জন্য জ্ঞানের রাজ্যে সমান অংশগ্রহণ নিশ্চিত করা। আমাদের নতুন সর্বজনীন আচরণবিধি উইকিমিডিয়া প্রকল্পগুলোতে আচরণ উন্নত করার জন্য বাধ্যতামূলকভাবে একটি মান তৈরি করে, এবং উইকিমিডিয়া আন্দোলন জুড়ে হয়রানি এবং নেতিবাচক আচরণ মোকাবেলায় আমাদের সম্প্রদায়কে আরো ক্ষমতা প্রদান করে। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা অবদানকারী এবং পাঠকদের জন্য আরও বন্ধুত্বপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির পাশাপাশি গোটা বিশ্বের জন্য জ্ঞানের আরও প্রতিনিধিত্বমূলক উৎস তৈরি করতে পারবো।”

সর্বজনীন আচরণবিধি হচ্ছে উইকিমিডিয়া ২০৩০ বিষয়ক সম্প্রদায়ের আলাপ-আলোচনা এবং কৌশলগত প্রক্রিয়ার থেকে উদ্ভুত হওয়া অন্যতম একটি নীতিগত পদক্ষেপ। বৈশ্বিক সম্প্রদায়ের উইকিমিডিয়ানরা উইকি আন্দোলনকে কাঙ্ক্ষিত ২০৩০ সালের ভিশনের দিকে পরিচালিত করার সংকল্পে জোরালোভাবে ১০টি সুপারিশ প্রদান করেন। 

সুপারিশগুলোর মধ্যে একটি ছিলো ‘নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা’, যার মধ্যে একটি আচরণবিধি প্রণয়ন করা অন্তর্ভুক্ত ছিলো। উইকিমিডিয়া আন্দোলনের অন্তর্ভুক্ত বিভিন্ন সম্প্রদায়ের সাথে আলোচনা ও শলাপরামর্শের মাধ্যমে বৈশ্বিক আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। আর এই প্রণয়নের ক্ষেত্রে বিবেচিত হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট, স্থানীয় নীতিমালা, এবং নীতিমালার প্রয়োগ ও সংঘর্ষ সমাধানে ব্যবহৃত বিভিন্ন কার্যপদ্ধতি।

পাঁচটি মহাদেশ এবং ৩০টি ভাষার প্রতিনিধিত্বকারী ১৯টি বিভিন্ন উইকিপিডিয়া প্রকল্পের ১,৫০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক সর্বজনীন আচরণবিধি তৈরিতে অংশ নিয়েছিলেন। এর গঠন প্রক্রিয়া বৈশ্বিক এবং অন্তর্ভুক্তিমূলক হওয়ার পাশাপাশি সম্পূর্ণ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখা হয় বলে সংশ্লিষ্টরা জানান। প্রযুক্তি খাতের অন্যান্য সম্প্রদায়ের মত সুদীর্ঘ এবং কিছুটা জটিলভাবে লেখার বদলে নতুন বিধিটি ১৬০০ শব্দবিশিষ্ট, যেখানে ফাউন্ডেশন এবং সম্প্রদায় স্পষ্টভাবে হয়রানি এবং অগ্রহণযোগ্য আচরণকে সংজ্ঞায়িত করেছে।

সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত পরবর্তী আলোচনা দুই ধাপে পরিচালিত হচ্ছে বলে জানা যায়। আলোচনার ১ম ধাপটি ২০২০ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়েছিল, এবং সেখানে এই আচরণবিধিটি কেমন হবে সে বিষয়ক গবেষণা ও সম্প্রদায়ের সাথে আলোচনা ছিল তার অন্তর্ভুক্ত। বাংলা উইকিপিডিয়াতেও এই নিয়ে আলোচনা হয়। এই পর্বের ভিত্তিতে সর্বজনীন আচরণবিধি নীতিমালা প্রণীত হয় যা উইকিমিডিয়া আন্দোলনের সকল কার্যক্রমের উপর প্রয়োগ হবে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সর্বজনীন আচরণবিধি অনুমোদনের ঘোষণা প্রদান করে। 

২য় পর্বে এই আচরণবিধির প্রয়োগ এবং কার্যকর করার জন্য একটি খসড়া প্রস্তাবনা প্রণয়নের উদ্দেশ্যে সম্প্রদায়ের সাথে আলোচনা অন্তর্ভুক্ত। ২০২১ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে এই আলোচনা শুরু হয়েছে।

২০২১ খ্রিষ্টাব্দের ১৫ই জানুয়ারি উইকিপিডিয়ার ২০ বছর পূর্তির সাথে সামঞ্জস্য রেখে নতুন সর্বজনীন আচরণবিধির সূচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। যদিও এর আগে স্বতন্ত্রভাবে উইকিমিডিয়া প্রকল্প পরিচালনাকারী স্বেচ্ছাসেবকদের নিজস্ব আচরণবিধি ছিল, কিন্তু সেখানে সমস্ত প্রকল্পের জন্য কোনো সার্বজনীন নিয়ম ছিল না। 

নতুন আচরণবিধির মাধ্যমে ফাউন্ডেশনের এমন একটি পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতি ও ইঙ্গিত দিয়েছে, যা চিন্তাভাবনা, ধর্ম, যৌন অভিমুখিতা, বয়স, সংস্কৃতি এবং ভাষার বৈচিত্র্যকে আরো বিস্তৃতভাবে উৎসাহিত করে।

উইকিবার্তা
Translate »
Share This