জানুয়ারি ২০০৪ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় অবদানকারীদের রেখচিত্র। ছবি:অংকন ঘোষ দস্তিদার/সিসিবাইএসএ ৪.০

সম্প্রতি উইকিমিডিয়ার প্রকল্পের যাবতীয় বিষয় নিয়ে বিশ্বজুড়ে পরিচালিত গবেষণার অন্যতম প্রধান মিলনস্থল উইকি ওয়ার্কশপ ২০২১-এ উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে করা আমার একটি গবেষণাপত্র গৃহীত ও উপস্থাপিত হয়েছে। “A Brief Analysis of Bengali Wikipedia’s Journey to 100,000 Articles” (১,০০,০০০ নিবন্ধের দিকে বাংলা উইকিপিডিয়ার যাত্রার সংক্ষিপ্ত বিশ্লেষণ) শীর্ষক এ গবেষণাপ্রবন্ধে মূলত বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন নিয়ামক বিশ্লেষণের মাধ্যমে এর প্রায় ১৭ বছরের যাত্রার একটি সংস্করণ তুলে ধরা হয়েছে। ২০২১-এর ১৪ এপ্রিল স্লোভেনিয়ার লিউব্লিয়ানায় অনুষ্ঠেয় এ সম্মেলন চলমান কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয় অনলাইনে।

২০২০ খ্রিষ্টাব্দের ২৫ ডিসেম্বর বাংলা উইকিপিডিয়া কাঙ্ক্ষিত মাইলফলক, তথা এক লক্ষ নিবন্ধের সীমানা অতিক্রম করে – এটা আমাদের জন্য এক বিরাট আনন্দের বিষয়। ২০০৪ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে হাঁটি হাঁটি পা পা করে যেই বিশ্বকোষের যাত্রা শুরু হয়েছিলো, নানাবিধ প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সেই উন্মুক্ত বিশ্বকোষ অর্জন করলো এক লক্ষ নিবন্ধের মাইলফলক। তখন থেকেই আমার চিন্তা ছিলো, এই যাত্রার নিয়ামকগুলো বিশ্লেষণ করার জন্য কোনো গবেষণা পরিচালনার।

উইকিপিডিয়া নিয়ে গবেষণা হয়েছে হাজার হাজার, তবে বাংলা উইকিপিডিয়া এই সমস্ত গবেষণার ছোঁয়া পায়নি বললেই চলে। এক লক্ষ নিবন্ধ অতিক্রান্ত হয়েছে, এখন তো পিছে ফিরে দেখার সময় – আমাদের যাত্রাটা কেমন ছিলো? এই যাত্রার সফরসঙ্গী হিসেবে সবাই যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে তো? উল্লেখ্য, গবেষণাটির জন্য কোনো প্রকার অনুদান গৃহীত হয়নি, পুরো ব্যাপারটিই ছিল সম্পূর্ণ স্বেচ্ছাসেবাভিত্তিক।

ডিসেম্বরেই কাজ শুরু করলাম। পিছন ফিরে দেখতে পেলাম, আমাদের যাত্রার উর্ধ্বগতিতে রীতিমতো চমৎকৃত হতে হয়। ২০০৪ থেকে ঢিমেতালে চললেও বিগত পাঁচ বছরে এর উন্নতি চোখে পড়ার মতো। সক্রিয় সম্পাদক, মোট নিবন্ধ ইত্যাদি সবই বেড়েছে দ্রুতগতিতে। ভালো লাগলো বিভিন্ন সময়ে আয়োজিত কার্যক্রমের ফলপ্রসূতা দেখে।

নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭, ২০১৮, ২০১৯, বিশেষ এডিটাথন ২০২০ – ইত্যাদি সময়ে সক্রিয় সম্পাদকদের নম্বর এক লাফে উঠে যায় অনেক উপরে, এবং সেই পরিবর্তনের পরেও অবদানকারীদের একটা অংশ মাঝেমধ্যেই কাজ করেন, যেটা বোঝা যায় প্রতিযোগিতার পরের মাসগুলো এবং আগের মাসগুলোর চিত্র থেকে।

অর্থাৎ নবাগতদের আগ্রহী করে তোলার মতো প্রতিযোগিতার আয়োজন সর্বদাই অবদানকারী বাড়াতে অবদান রাখে। তবে এই ধরণের কার্যক্রম আয়োজনে মানের ব্যাপারটা মাথায় রাখাটা বরাবরের মতই প্রয়োজন। একই রকম আশাবাদী পরিসংখ্যান রয়েছে নতুন নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যাতে, অর্থাৎ অনেকেই আগ্রহী হচ্ছে উন্মুক্ত এ বিশ্বকোষে অবদান রাখতে।

কিন্তু পরের পরিসংখ্যানটা স্বস্তির নয় – বৈশ্বিকভাবে উইকিপিডিয়ায় পুরুষ অবদানকারীর তুলনায় নারী অবদানকারী সংখ্যা বেশ কম, এই জেন্ডার-ব্যবধানে বাংলা উইকিপিডিয়াও ব্যতিক্রম নয়, পরিসংখ্যানমতে বরং সেটা বেশ প্রকট। ২০১৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় বিগত সোয়া দুই বছরে নিবন্ধিত ব্যবহারকারীদের মধ্যে ৪.০৯% নিজেকে নারী হিসেবে পরিচয় দিয়েছেন। ২০১৯-২০ বছরে এই সংখ্যা পৌঁছায় ৭.৪১%-এ। কিছুটা বাড়লেও অন্যান্য ক্ষেত্রের (নিবন্ধ সংখ্যা বৃদ্ধির হার, সক্রিয় সম্পাদক বৃদ্ধির হার, প্রভৃতি) তুলনায় এই খাতের উন্নতি অনুল্লেখ্য – যা বেশ দুঃখজনক। বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত, জেন্ডার-ব্যবধানের ফলে উইকিপিডিয়ার নিবন্ধসমূহে যেমন দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে যায়, তেমনি বিভিন্ন সিদ্ধান্তেও প্রচ্ছন্ন প্রভাব রয়ে যায়, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। বাংলা উইকিপিডিয়াও এর ব্যতিক্রম নয়।

উইকিপিডিয়ায় শুরুর বছরগুলোতে মূল লক্ষ্য থাকে বিষয়বস্তুর পরিমাণ বাড়ানোর দিকে, বাংলাতেও তাই হয়েছে। কিন্তু এক লক্ষ নিবন্ধ হওয়ার পরে এখন সময় এসেছে, আমরা পূর্বের শূন্যস্থানগুলো পূরণ করি। বিভিন্ন কার্যক্রম (প্রতিযোগিতা/উইকিআড্ডা/এডিটাথন, ইত্যাদি) আয়োজনকারীদের জন্যও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন আমরা এমন পরিবেশ নিশ্চিত করতে পারি, যেখানে সবাই নিরাপদ বোধ করবেন। তবেই হয়তো ধীরে ধীরে আমরা উন্নত পরিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।

উইকিমিডিয়া বাংলাদেশের এ গবেষণায় সুপারিশ হিসেবেও তাই আগামী কার্যক্রমগুলোর প্রতি দৃষ্টি দেওয়া গুরুত্বপূর্ণ, যেন আমরা সকলের অংশগ্রহণকে উৎসাহিত করতে পারি, ব্যবধান দূর করতে পারি।

সর্বোপরি উন্মুক্ত বিশ্বকোষ হিসেবে বাংলা উইকিপিডিয়া ও এ অঞ্চলের অন্যান্য ভাষার উইকিপিডিয়ার ভবিষ্যৎ অগ্রযাত্রার পথে যদি আমার এই গবেষণা কিছুমাত্র উপকারেও আসে, তবেই নিজেকে সার্থক মনে করবো।

পূর্ণাঙ্গ গবেষণাপত্র: https://wikiworkshop.org/2021/papers/Wiki_Workshop_2021_paper_4.pdf

উইকিবার্তা
Translate »
Share This