উইকিপিডিয়ার থ্রিডি পাজল গ্লোব লোগো। ছবি: দেনিজ/সিসি-বাই-এসএ ৩.০

করোনাকালীন সময়ে যখন প্রায় সবারই নাজেহাল অবস্থা, আমি বরং কোয়ারান্টাইনের দিনগুলোতে পাওয়া এক সুন্দর অভিজ্ঞতার কথা বলি।

গত ফেব্রুয়ারিতে আমার বিশ্ববিদ্যালয়ের এক ক্লাবের মাধ্যমে জানতে পারি যে, উইকিপিডিয়ার একটি অনলাইন এডুকেশন প্রোগ্রাম আয়োজিত হবে, যেখানে বুয়েটের শিক্ষার্থীদের প্রকৌশল বিষয়ক নিবন্ধ বাংলায় অনুবাদ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। লেখালেখিতে বরাবরই আগ্রহ থাকায় সাথে সাথেই ক্যাম্পেইনে যুক্ত হয়ে গেলাম।

উইকিমিডিয়া বাংলাদেশ ও বুয়েট এনার্জি ক্লাব আয়োজিত এ শিক্ষামূলক ক্যাম্পেইনে আমার মতই ২৫জন প্রকৌশল শিক্ষার্থী যুক্ত হয়েছিলেন। ক্যাম্পেইনে আমাদেরকে নিজেদের পাঠ্য বিষয়ক ইংরেজি নিবন্ধগুলোর মধ্য থেকে তিনটি ১৫০০ শব্দের, কিংবা দুটো ১৫০০ শব্দের আর সাথে তিনটি ৩০০ শব্দের নিবন্ধ বাংলায় অনুবাদ করতে উৎসাহিত করা হয়েছিলো। এমনকি অনুবাদ ছাড়াও, আমরা বাংলা নিবন্ধগুলোতে পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে উৎস উল্লেখ করে নিজেদের মতো করে নতুন অনুচ্ছেদ যুক্ত করেছি। প্রোগ্রাম শেষে জানলাম, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১২মে পর্যন্ত এই খুব কম সময়ের ব্যবধানেই ১০৩টি বাংলা নিবন্ধ আমরা ২৫জন মিলে লিখে ফেলেছি!

আরও পড়ুন: বুয়েটে আয়োজিত হলো উইকি এডুকেশন প্রোগ্রাম

বস্তু ও ধাতব কৌশলের শিক্ষার্থী হিসেবে, আমারও সুযোগ হয়েছে ৫টি নিবন্ধ অনুবাদ ও রচনা করার, যেমন: স্ফটিকজনিত ত্রুটি, কাঁচা লোহা ইত্যাদি।

অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রকৌশল বিষয়ক জটিল নিবন্ধগুলো সহজ বাংলায় অনুবাদ করতে গিয়ে বেশ বিপত্তিতেই পড়েছিলাম। অনেকদিন আগে কোথাও পড়েছিলাম, বাংলা ভাষার বিস্তার নাকি প্রায় শূণ্যের কোটায়। তখন না বুঝলেও, নিবন্ধ লিখতে গিয়ে ব্যাপারটা বুঝতে পারলাম। যেহেতু উচ্চ মাধ্যমিকের পরে বেশিরভাগ শিক্ষার্থীই ইংরেজি মাধ্যমেই বিজ্ঞান চর্চা চালিয়ে যান, ফলে এসব ক্ষেত্রে বাংলা ভাষা বিস্তার হবার সুযোগ তো পাচ্ছেই না, বরং হারিয়ে যেতে বসেছে। সেদিক থেকে, উইকিমিডিয়ার এ উদ্যোগ নিঃসন্দেহে ভীষণ প্রশংসনীয়, কারণ তাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রকৌশলের জটিল বিষয়গুলো সহজ বাংলাতে যেমন লিপিবদ্ধ করে রাখতে পারলাম, তেমনি প্রকৌশলবিষয়ক নানা জটিল শব্দ রীতিমত মগজধোলাই করে সহজ বাংলাতে উদ্ভাবন করতে পারলাম। এতে নিঃসন্দেহে বাংলা ভাষার বিস্তারও একধাপ এগিয়ে গেলো।

আর সবশেষে আমার ব্যক্তিগত এক পরিতৃপ্তির কথা বলে শেষ করি।

গত বছরও উইকিমিডিয়ার একই ধরনের এক শিক্ষামূলক ক্যাম্পেইনে অংশ নিয়ে গোটা চারেক বাংলা নিবন্ধ লিখেছিলাম। পরবর্তীতে জেনেছিলাম, আমার অনুদিত নিবন্ধ প্রায় অর্ধশতাধিক মানুষ পড়েছে, মাত্র কয়েক মাসের ব্যবধানেই। আমার লেখা এতোজন মানুষের কাজে এসেছে, চিন্তা করেই এক অদ্ভুত ভালোলাগা কাজ করেছিলো।

ভাবতে আরো অবাক লাগে, অনেক অনেক বছর পরে, আমি না থাকলেও, আমার লেখাগুলো হয়তো থেকে যাবে বিশাল উইকিপিডিয়ার কোনো অলিগলিতে, হয়তো কাজে আসবে অনেক মানুষের।

লেখক: স্নাতক ৩য় বর্ষ, বস্তু ও ধাতব কৌশল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

উইকিবার্তা
Translate »
Share This