
উইকিমডিয়া ফাউন্ডেশনের লোগো
উইকিমিডিয়া ফাউন্ডেশনের সর্বোচ্চ কর্পোরেট কর্তৃপক্ষ বোর্ড অব ট্রাস্টিজের গঠনতন্ত্রে পরিবর্তন আসতে যাচ্ছে। ২০০৩ সালে তিনজন ট্রাস্টি নিয়ে গঠিত হয় এই বোর্ড, যা ২০০৮ সাল থেকে দশজন সদস্য নিয়ে গঠিত হয়ে আসছে। এরপরে ২০২০ পর্যন্ত এর সদস্য সংখ্যা এমনটাই ছিলো। অবশেষে বোর্ডের গঠনে পরিবর্তন আনা হচ্ছে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন (ডাব্লুএমএফ) একটি মার্কিন অলাভজনক সংস্থা, যা প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালের ২০ জুলাই উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের হাত ধরে। উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলির সার্বিক তত্ত্বাবধানের মাধ্যম হিসেবে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। আর ফাউন্ডেশনের কাজের তত্ত্বাবধান করে বোর্ড। বোর্ডই ফাউন্ডেশনের সমস্ত অর্থনৈতিক বিষয়গুলোর চূড়ান্ত কর্তৃত্ব বহন করে। বোর্ডের বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্প বা সম্প্রদায় দ্বারাই তিনজন নির্বাচিত হন; দুইজন, উইকিমিডিয়া অ্যাফিলিয়েটস (চ্যাপ্টার, বিষয়ভিত্তিক সংস্থা এবং ব্যবহারকারী দল) কর্তৃক নির্বাচিত; বোর্ড কর্তৃক নিযুক্ত হন চারজন; আর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের জন্য একটি এমেরিটাস পদ নির্ধারিত থাকে।
তবে বর্তমানে ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজ তাদের দলে বৈচিত্র্য আনতে চাইছে, যার কারণ হিসেবে তারা জানিয়েছে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। এজন্য এবছরের ১ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯৯টি আঞ্চলিক এবং বৈশ্বিক আলাপনের আয়োজন করে, যাতে ৮৭৮জন অংশ নেন। সেসব আলাপন থেকে তারা ধারণা নেয়ার চেষ্টা করেন বোর্ডের গঠন কেমন হওয়া উচিত।
বোর্ড যেসব বিষয় নিয়ে কাজ করছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভবিষ্যতে ভোটদান পদ্ধতি বা নির্বাচন প্রক্রিয়া কেমন হবে। এরই মধ্যে তারা এটি নিয়ে কাজ শুরু করেছে। বোর্ডে দক্ষ এবং অভিজ্ঞ সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ভাষা, বর্ণ, বয়স, লিঙ্গ বা অঞ্চলভেদে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কোটাপদ্ধতি চালু করা যায় কিনা সেটি নিয়েও পর্যালোচনা চলমান; তবে তা চালু হলেও এবছরে বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই; এব্যাপারে ২০২২ সাল বা পরবর্তী সময়ে বোর্ড প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এতে আঞ্চলিক প্রতিনিধিত্ব এবং লিঙ্গ প্রাথমিকভাবে গুরুত্ব পাবে। আলোচনাটির বিস্তারিত পাওয়া যাবে এখানে।
আসন্ন দিনগুলিতে বোর্ড নির্বাচনের সহায়তাকারী দল প্রার্থী এবং ভোটারদের সহায়তা করার জন্য তাদের চিন্তা-ভাবনা সবার সাথে শেয়ার করবেন। বোর্ড কমিউনিটি অ্যাফেয়ার্স কমিটি কয়েক সপ্তাহের মধ্যে সম্প্রদায়ের সাথে পুণরায় আলোচনার জন্য বসবেন।