
উইকিম্যানিয়া সম্মেলনের লোগো।
আগামী ১৩-১৭ আগস্ট ষোড়শবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বজুড়ে উইকিমিডিয়া সম্প্রদায় তথা উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পসমূহের অবদানকারী স্বেচ্ছাসেবকদের নিয়ে আয়োজিত বৃহত্তম বার্ষিক সম্মেলন উইকিম্যানিয়া ২০২১।
২০০৫ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথম উইকিম্যানিয়া আয়োজিত হয়। এরই ধারাবাহিতায় ২০২০ সালে উইকিম্যানিয়া আয়োজিত হতে যাচ্ছিলো থাইল্যান্ডের ব্যাংককে। তবে কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারীর কারণে তা বাতিল হয়ে যায়। অবশেষে ২০২১ সালে সকল দিক বিবেচনা করে জানুয়ারিতে দেয়া এক ঘোষণায় অনলাইনেই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এবছর অনলাইনের বৃহত্তম বিশ্বকোষ উইকিপিডিয়ার ২০তম জন্মদিন। তাই উইকিম্যানিয়া ২০২১-এর থিম ‘২০ বছরে উইকিপিডিয়া’। এবারের সম্মেলনে তাই উইকিমিডিয়ানরা জ্ঞানের বৃহত্তম এ রাজ্যের ইতিহাসের দিকে তাকাবেন এবং ভবিষ্যৎ উদযাপন করবেন। ইতোমধ্যে উইকিম্যানিয়া স্টিয়ারিং কমিটি ভার্চুয়াল সম্মেলনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। ৯ জনের মূল আয়োজকদল গঠিত হয়েছে।
এবারও প্রতি বছরের মতো বৃত্তি দেয়া হবে, তবে এর লক্ষ্য থাকবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা; কারণ অন্যান্যবারের মতো যাতায়াত, থাকার খরচ এবারে অন্তর্ভুক্ত নেই। এরই মধ্যে ডিফ ব্লগে আয়োজকদল সম্মেলনের বিভিন্ন সেশনের তথ্যাবলী জানিয়েছেন। সেশনের প্রস্তাবনার জন্য মূল ভাষা ইংরেজি চাওয়া হলেও যেকোনো ভাষাতেই সেশনে উপস্থাপন করা যাবে।
এবারের উইকিম্যানিয়ার লক্ষ্য সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা। এবারে জাতিসংঘের দাপ্তরিক ভাষা: আরবি, মান্দারিন, ইংরেজি, ফরাসি, রুশ, স্পেনীয়তে সুবিধা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান। বিস্তারিত কার্যক্রম পরিকল্পনাধীন আছে, যা শীঘ্রই সার্বিক বিবেচনাপূর্বক জানানো হবে বলে আয়োজকরা ঘোষণা দেন।
বিস্তারিত: https://wikimania.wikimedia.org/