উইকিমডিয়া ফাউন্ডেশনের লোগো

উইকিমিডিয়া ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট টিম প্রথমবারের মত “উইকিলার্ন” শীর্ষক অনলাইন শিক্ষণ প্রকল্প চালু করেছেন। উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণের জন্য বৈশ্বিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই কার্যক্রম হাতে নেয় ফাউন্ডেশন।

৮ সপ্তাহ দীর্ঘ দুটি কোর্সের মাধ্যমে অনলাইনে কার্যকর প্রশিক্ষণ প্রদান ও উন্নয়নমূলক কাজে দক্ষতা বৃদ্ধিই উইকিলার্নের উদ্দেশ্য ছিল। ‘অনলাইনে হয়রানি শনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহণ’ এবং ‘অংশীদারত্ব বিনির্মাণ শীর্ষক’ মোট দুইটি কোর্সের আয়োজন করা হয়। প্রথম কোর্সে কীভাবে স্বেচ্ছাসেবকগণ হয়রানির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেন, হয়রানিকারীর সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন – ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

দ্বিতীয় কোর্সে কীভাবে গঠনমূলক উপায়ে উইকিমিডিয়া পরিবেশের ভিতরে কিংবা বাইরে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অংশীদারত্ব সৃষ্টি করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। ইংরেজি ভাষায় কোর্স দুইটি পরিচালিত হয়। প্রতিটি কোর্সে সারাবিশ্ব থেকে মোট ৪০জন অংশগ্রহণকারীকে সুযোগ দেয়ার সিদ্ধান্ত হয়।

আয়োজকরা জানান, কোর্সে শিখন প্রক্রিয়ার স্বাভাবিক গতি বজায় রাখতে, নিয়মিত তত্ত্বাবধান কার্যকরী করে তুলতে অংশগ্রহণকারী নির্দিষ্ট রাখতে হয়েছে। ভবিষ্যতে আবারও তারা এধরণের কার্যক্রম আয়োজনের আগ্রহের কথা জানান। মুডল প্ল্যাটফর্মে কোর্সটি আয়োজিত হয়।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষে সিমোনা রামকিসন হয়রানি শনাক্তকরণের এবং আসাফ বারটভ অংশীদারত্ব বিনির্মাণের কোর্স দুইটির মূল প্রশিক্ষক ছিলেন। সফলভাবে অংশগ্রহণ করা সকলকে সনদপত্র প্রদান করা হয়।

পাদটীকা

১. মুডল দূরশিক্ষণ: ই-লার্নিং ইত্যাদি প্রকল্পের জন্য স্কুল, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত একটি বিনামূল্যে প্রাপ্ত এবং উন্মুক্ত শিক্ষা ম্যানেজমেন্ট সিস্টেম।

উইকিবার্তা
Translate »
Share This