বুয়েটে আয়োজিত কর্মশালার পোস্টার। নকশা: ফারিহা মুস্তাফা/সিসি-বাই-এসএ ৪.০

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব নিয়ে অনলাইনের বৃহত্তম বিশ্বকোষ উইকিপিডিয়ায় তথ্য বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল ‘এনভায়রনমেন্ট ওয়াচ: বুয়েট’ ক্লাবের সহযোগিতায় উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন বুয়েটের শিক্ষার্থীরা।

কর্মশালার পরে ১০ মে পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় চলমান এডিটাথনে অংশগ্রহণ করেন তারা। পাশাপাশি বাংলা উইকিপিডিয়ার নিয়মিত অবদানকারীরাও এতে অংশ নেন।

নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশ প্রাপ্তি সকলের অধিকার। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী এসবকিছুর উপরেই বিরূপ প্রভাব পড়ছে। এক্ষেত্রে যেকোনো পদক্ষেপ গ্রহণের অন্যতম পূর্বশর্ত যথাযথ তথ্যপ্রাপ্তি। গত ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী “স্বাস্থ্যকর পরিবেশের অধিকার” স্লোগানে আয়োজিত হচ্ছে নানান কর্মসূচী।

এসকল কর্মসূচীর উদ্দেশ্য উইকিপিডিয়ায় প্রয়োজনীয় তথ্য যোগ করা, যেন মানুষ নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন। এর ধারাবাহিকতায় বুয়েটে আয়োজিত হয় ‘উইকি ফর ক্লাইমেট: বাংলা উইকিপিডিয়া’ কর্মশালা।

কর্মশালায় কীভাবে বিশ্বের বৃহত্তম বিশ্বকোষ উইকিপিডিয়া কাজ করে, কীভাবে উইকিপিডিয়ায় প্রয়োজনীয় তথ্য যোগ করার মাধ্যমে যে-কেউ ভূমিকা রাখতে পারেন – এসব নিয়ে আলোচনা করা হয়। চলমান কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারীর কারণে অনলাইনেই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার পরে অংশগ্রহণকারীরা বাংলা উইকিপিডিয়ায় জলবায়ু পরিবর্তন, পরিবেশে এর প্রভাব, প্রভৃতি বিষয়ে নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধ তৈরি করছেন। আয়োজকদল জানান, “এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নিবন্ধ তৈরির ফলে মানুষ সহজেই নিজ মাতৃভাষায় তথ্য পাবেন এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে। এর মাধ্যমে আগামীতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ ও বিপর্যয় মোকাবেলায় অধিক কার্যকরী পদক্ষেপ রাখা সম্ভব হবে বলে আমরা মনে করি।”

এরপরে ১০ মে পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় সুনির্দিষ্ট বিষয়ে নিবন্ধ তৈরির এ কার্যক্রম, তথা এডিটাথনটি চলে। মোট ২৭জন অংশগ্রহণকারী ১০৭টি নিবন্ধ তৈরি করেন বাংলা উইকিপিডিয়ায়। অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ তিনজনসহ অধিকাংশই ছিলেন নবাগত। বিস্তারিত: https://bn.wikipedia.org/s/e3sy

উইকিবার্তা
Translate »
Share This