
বাংলা উইকিপিডিয়া’র লোগো – উইকিমিডিয়া ফাউন্ডেশন / সিসি-বাই-এস ৩.০
‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ সমাপ্ত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলমান ছিলো ১১ এপ্রিল পর্যন্ত।
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম হয় গত বছরের ডিসেম্বরে। তবে বিদ্যমান অনেক নিবন্ধেরই মান ভালো নয়। এসকল নিবন্ধের মানোন্নয়ন নিয়ে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় দীর্ঘদিন থেকেই আলোচনা করেছিলেন।
আর তাই নির্দিষ্ট তালিকা থেকে বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান গুরুত্বপূর্ণ নিবন্ধের মানোন্নয়নের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করে উইকিমিডিয়া বাংলাদেশ। পাশাপাশি নারী দিবসকে কেন্দ্র করে নারী অধিকার ও অধিকার লঙ্ঘন বিষয়ক নিবন্ধের মানোন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। জীবনী, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তিসহ নানাবিধ বিষয়ে অংশগ্রহণকারীরা নিবন্ধ সম্প্রসারণ করেন। যাচাই-বাছাই শেষে প্রতিযোগিতায় মোট ১১৪টি নিবন্ধ গৃহীত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাংলা উইকিপিডিয়ায় নবাগত অবদানকারী হাসনাত আব্দুল্লাহ (পড়ুন, হাসনাত আব্দুল্লাহ’র সাক্ষাৎকার)। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে সাইফুর রহমান ও তকী তাহমিদ গালিব। এই প্রতিযোগিতায় কেউ একটি নিবন্ধ অনুবাদ করলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়।
উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৫ সাল থেকেই বার্ষিক প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। আয়োজকদল জানান, “উইকিপিডিয়ার মাধ্যমে ইন্টারনেটে বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করা ও গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো সম্পূর্ণ করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।” উইকিমিডিয়ার পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, মার্চ মাসে এ প্রতিযোগিতা চলাকালীন বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় সম্পাদকের সংখ্যা (কনটেন্ট এবং নন-কনটেন্ট) ছিলো সর্বোচ্চ।
বার্ষিক এই প্রতিযোগিতায় বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যার চেয়ে মান উন্নয়নের দিকেই গুরুত্ব আরোপ করা হয়। প্রতিবারই এ প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত নিবন্ধ তৈরি হয় বাংলা উইকিপিডিয়ায়। প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://bn.wikipedia.org/s/il4m।