
বাংলা উইকিপিডিয়ার স্ক্রিনশট।
কম্পিউটার থেকে, বাংলা উইকিপিডিয়ায় (bn.wikipedia.org) প্রবেশ করলেই চোখে পড়বে নতুন রূপের বাংলা উইকিপিডিয়া। এটিই হলো নতুন ভেক্টর আবরণ বা স্কিন। উইকিমিডিয়া ফাউন্ডেশনের ডেক্সটপ উন্নয়ন প্রকল্পের আওতায়, আরো কিছু উইকিপিডিয়ার সাথে বাংলা উইকিপিডিয়াতেও গত মার্চে এটি চালু হয়।
কেন
উইকিপিডিয়া চালু হবার পর থেকে ক্রমাগত পরিবর্তন হয়েছে। সর্বশেষ বড় ধরনের পরিবর্তন আসে ২০১০ সালের দিকে। পূর্বের সেই ভেক্টর আবরণটি চালু হবার পর গত এক দশকে, এক্সটেনশন, গ্যাজেট এবং ব্যবহারকারী স্ক্রিপ্ট ইত্যাদি দিয়ে নানাভাবে উইকিপিডিয়ার ইন্টারফেস সমৃদ্ধ করা হয়েছে। তবে এসবের বেশিরভাগের মাঝে খুব সমন্বয় ছিলো না। এই একই সময়ে, পাঠক এবং সম্পাদকদের প্রত্যাশা অনেক বেড়েছে। এই কারণে উইকিপিডিয়ায় ব্রাউজ করার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এই ডেক্সটপ উন্নয়ন প্রকল্প চালু হয়। যার আওতায় উইকিপিডিয়ার ইন্টারফেসে বিভিন্ন উন্নয়ন ঘটানো হচ্ছে।
বৈশিষ্ট্য
এই নতুন রূপের, নতুন ভেক্টর আবরণটির বেশ কিছু বৈশিষ্ট্য নিচে তুলে দেওয়া হলো:
- ভাঁজযোগ্য পার্শ্বদণ্ড: আগের পার্শ্বদণ্ডটি (সাইডবার) সব সময় পর্দায় বাম দিকে থাকতো। এখন চাইলে এটিকে ভাঁজ করে ছোট করে যাবে, ঠিক মেনুর মতো। পড়ার সময় পাঠক যেন মনযোগ না হারান, তার জন্যই এটি করা হয়েছে।
- উন্নত অনুসন্ধান: অনুসন্ধান বাক্সকে শীর্ষে নেওয়া হয়েছে। এতে বিভিন্ন উন্নতি আনা হয়েছে, যেমন অনুসন্ধান করলে এখন এটি একটি ছবি, এবং যদি থাকে, তাহলে তার সংক্ষিপ্ত বর্ণনাও দেখাবে।
- সীমিত প্রস্থ: আগে লেখা সম্পূর্ণ পৃষ্ঠা জুড়ে থাকতো। এটিকে একটি নির্দিষ্ট প্রস্থে আনা হয়েছে। গবেষণায় দেখা গেছে, সম্পূর্ণ পৃষ্ঠার পরিবর্তে এমন নির্দিষ্ট প্রস্থের লেখা পড়ার জন্য সুবিধাজনক। ফলে উইকিপিডিয়াও এটি চালু করা হয়েছে।
এই তিনটি হলো বড় পরিবর্তন, এছাড়া একটি ছোট পরিবর্তন হলো: লোগো ছোট করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে ভাষা মেনুকে পৃষ্ঠার ডানদিকে উপরে আনা হবে।
এই ডেক্সটপ উন্নয়ন প্রকল্প এখনো পরীক্ষাধীন। ভবিষ্যতে আরও অনেক পরিবর্তন আসবে। আশা করা যায়, আগামী বছর বা তারও পরে সকল উইকিপিডিয়ায় এটি চালু হবে। এটি সম্পর্কে কোনো মতামত জানাতে চাইলে এই লিংকে জানাতে পারেন: https://www.mediawiki.org/wiki/Talk:Reading/Web/Desktop_Improvements