ছবি: কলিন / সিসি-বাই-এসএ ৪.০

২০২১ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল থেকে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া মিয়ানমারের সামরিক জান্তা সরকারের আদেশে সাইটে প্রবেশাধিকার বন্ধ করা হয়। এবং এর পরদিন শুক্রবার মিয়ানমার সরকার কর্তৃক ৩০০টিরও অধিক ভাষায় পরিচালিত অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সব সংস্করণে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার খবরটি নিশ্চিত করে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সাইট নেটব্লকস। 

উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া ফাউণ্ডেশন পরিচালিত উইকিউপাত্ত ও অন্যান্য সহপ্রকল্পের সাইটগুলোও বন্ধ করে দেয় মিয়ানমারের সামরিক সরকার। 

শুক্রবার রাতে নেটব্লকস তাদের টুইটার পাতায় পোস্ট করে জানায়, “নিশ্চিত: #Myanmar উইকিপিডিয়া অনলাইন বিশ্বকোষের সকল ভাষার সংস্করণ বন্ধ করে দিয়েছে, যা সামরিক জান্তা কর্তৃক আরোপিত অভ্যুত্থান পরবর্তী ইন্টারনেট সেন্সরশিপ ব্যবস্থার অংশ।” একইদিন পোস্টটি মিয়ানমার উইকিপিডিয়ার অফিসিয়াল টুইটার পাতা থেকে “মিয়ানমারে উইকিপিডিয়ার সব সংস্করণ অবরুদ্ধ” লিখে শেয়ার করা হয়।

উইকিপিডিয়া বন্ধের পূর্বেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামও বন্ধ করে দেওয়া হয়। নেটব্লকস আরও জানিয়েছে যে, উইকিপিডিয়া বন্ধের গত ছয় দিন ধরে দেশের ইন্টারনেট পরিষেবা কালো হয়ে গেছে।

ইন্টারনেট বন্ধের ফলে অনলাইন দোকানগুলিতে বিরূপ প্রভাব পড়েছে। অনলাইন দোকানের মালিকরা বলেছিলেন যে, সংযোগব্যাহত হওয়ার পরে সাম্প্রতিক দিনগুলিতে বিক্রয় অর্ধেক হ্রাস পেয়েছে। তাছাড়া সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলো ব্যবসা-প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল প্লাটফর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে মিয়ানমার টাইমস।

উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী সরকারকে উৎখাত করে, এবং নবনির্বাচিত সংসদ ডাকার কয়েক ঘন্টা আগে এক বছরব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করে।

স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টসহ নির্বাচন জালিয়াতির অভিযোগে অভিযুক্ত অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের গৃহবন্দী করা হয়েছে। এই অভ্যুত্থান সারাদেশে গণবিক্ষোভের সূত্রপাত ঘটায়।

মিয়ানমারের সামরিক সরকার  উইকিপিডিয়া বন্ধের কোনো কারণ উল্লেখ না করলেও অনেকে উইকিপিডিয়ায় মিয়ানমারের সামরিক জান্তা সরকারবিরোধী ও বিক্ষোভ  নিয়ে বিভিন্ন নিবন্ধে লেখালেখি এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং-এর নিবন্ধে সম্পাদনা যুদ্ধের ঘটনাকেও দায়ী করছেন।

মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি ও উইকিপিডিয়া বন্ধের প্রতিক্রিয়ায় উইকিমিডিয়া ফাউণ্ডেশন থেকে এক টুইট বার্তায় জানানো হয়, “মিয়ানমারের সংকট আরও খারাপ হওয়ার কারণে মিয়ানমার উইকিপিডিয়ার  স্বেচ্ছাসেবক ও পাঠক সম্প্রদায়কে আমরা সমর্থন ও সংহতির বার্তা পাঠাচ্ছি। আমাদের লক্ষ্য এমন এক বিশ্বের প্রতি, যেখানে জ্ঞানের রাজ্যে সবার থাকবে অবাধ প্রবেশাধিকার। আমরা সকলের জন্য মানবাধিকার ও তথ্যের সুগম্যতার পক্ষে।”

২০০৪ খ্রিষ্টাব্দের জুলাইয়ে মিয়ানমারে বার্মিজ উইকিপিডিয়ার সংস্করণ চালু হয়। এপ্রিল ২০২১ অনুসারে বর্তমানে বার্মিজ উইকিপিডিয়ায় ১ লক্ষেরও বেশি নিবন্ধ নিয়ে উইকিপিডিয়ার র‍্যাংকিংয়ে ৮৫তম অবস্থানে রয়েছে।

সবশেষ, এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২০২১ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল) ফাইবার টু দ্য হোম সার্ভিসেস ব্যতীত মিয়ানমারে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

উইকিবার্তা
Translate »
Share This