কৌশল নির্ধারণী আলোচনায় অংশ নেওয়া উইকিপিডিয়া অবদানকারীগণ। ছবি: মোয়াজ্জেম হোসেন, সিসি-বাই-এসএ ৪.০

উইকিপিডিয়ার সাথে সাধারণ একজন পাঠক হিসেবে ২০১২ সাল থেকে যুক্ত। তবে উইকিপিডিয়া যে মুক্ত একটি জ্ঞানকোষ, এখানে যেকেউ যেকোনো ভাষার জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য স্বেচ্ছায় অবদান রাখতে পারবেন – এমন বিষয়ে ২০১৫ সাল পর্যন্ত আমার মোটেও ধারণাই ছিলোনা।

প্রয়োজনীয় তথ্যের জন্য গুগোলে সার্চ করতাম, উইকিপিডিয়া সাজেশনে পেতাম, পড়তাম এটুকুই। তবে ধীরে ধীরে বাংলা উইকিপিডিয়ার অনেক প্রশাসকের সহায়তায়, আর নিজ ভাষার জ্ঞানকোষ সমৃদ্ধ করার ক্ষুদ্র প্রয়াস থেকেই বিভিন্নভাবে অবদান রাখা শুরু করি।

২০১৬-১৭ সালের দিকে একটি বিষয় ভেবে মাঝেমধ্যে কৌতূহল হতো, তা হলো বেশিরভাগ তথ্য উইকিপিডিয়া নামে এক ওয়েবসাইট থেকে আসে। উইকিপিডিয়া যে মুক্ত এক জ্ঞানকোষ বা এখানে যেকেউ কাজ করতে পারে এবিষয়ে পরে একটু ধারণা জন্মালেও, কীভাবে এখানে কাজ করতে হয় এসব বিষয়ে আমার জানা কিংবা আগ্রহ কোনোটাই ছিলো না।

২০১৮ সালে আমার জেলা নাটোর নিয়ে একটি নিবন্ধ পড়ছিলাম। নিবন্ধটিতে ‘কৃতী ব্যক্তিত্ব’ নামে এক অংশে ‘কৃতী’ বানানে ত এর হ্রস্ব-ই না দীর্ঘ-ঈ, এটা নিয়ে আমার সন্দেহ হয়; আমার বিশ্বাস ছিলো, হ্রস্ব-ই হবে না, হলে দীর্ঘ-ঈ হবে। বাংলা একাডেমির আধুনিক অভিধান অনুযায়ী সত্যতাও পেলাম। তবে উইকিপিডিয়ার মতো এত বড় এক জ্ঞানকোষে বানান ভুল মেনে নিতে পারলাম না। সচেতন ব্যক্তিও বানান ভুল করতেই পারে।

উইকিপিডিয়ার স্বরূপ সম্বন্ধে আগের অভিজ্ঞতা মনে পড়লো। শুধু মাথায় এটুকু এলো যে, এটা একটা মুক্ত জ্ঞানকোষ, আর যে-কেউ এখানে অবদান রাখতে পারেন। বানান সংশোধনের মাধ্যমে অবদান রাখার জন্য কৌতুহলী হয়ে গেলাম, কীভাবে বানান ঠিক করবো। দেখলাম, খুব সাধারণ, আর সহজ পদ্ধতি। পাশের এডিট অপশানে গিয়ে বানান সংশোধন করলাম। এক আইপি ঠিকানা থেকে এইমাত্র বানান সংশোধন করা  হয়েছে দেখাচ্ছে।

তবে অনেক অবদানকারীর নাম দেখায়। আমি কীভাবে নাম ব্যবহার করতে পারি বা একজন অবদানকারী হিসেবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে পারি এসব ভেবে এগিয়ে যাই। ধীরে ধীরে আমার ব্যবহারকারী পাতা তৈরি করি। আগের মতো নিবন্ধ পড়তে নিয়মিত উইকিপিডিয়ায় গেলেও একসময় শুধু পড়ায় সীমাবদ্ধ না থেকে ছোটখাটো ভুল যেমন, বানান সংশোধন, পরিমার্জন করি।

তখন উইকিপিডিয়ার একজন প্রশাসক আফতাব ভাই আমাকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে ছোটখাটো অবদান রাখার জন্য আমন্ত্রণ জানান। এছাড়া আরেক প্রশাসক সরদার ফেরদৌস ভাইয়ের সাথে উইকিপিডিয়ার খাতিরে সম্পর্ক হয়, এবং বিভিন্ন বিষয়ে উনার কাছে প্রশ্ন করতে থাকি। এভাবে দুই প্রশাসকের সহায়তায় জটিল বিষয়গুলো একসম ছোটখাটো বিষয় হয়ে যায়। আমি অনির্দিষ্ট বিষয়ে কাজ করতে থাকি।

বাংলা উইকিপিডিয়া সব প্রশাসকের ব্যবহার খুব দারুণ। বিনা পারিশ্রমিকে যে এভাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সহায়তা করতে দেখে সত্যি বলতে কি আমার এই কমিউনিটিকে খুব ভালো লেগে যায়। কমিউনিটির নিয়মকানুনও আপাত বেশ সুন্দর। একসময় আমি জানতে পারি বাংলা উইকিপিডিয়ায় দেশের সকল জেলা থেকেই কম-বেশি অবদানকারী আছেন যাঁরা নিয়মিত বাংলা উইকিপিডিয়া সম্পাদনা করছেন। আমার জেলা নাটোরের কয়েকজন অবদানকারীর সাথে আমার পরিচয় হয়, আর বেশ ভালো লাগে। 

এভাবে ছোটখাটো অনলাইন, কিছু ক্ষেত্রে অফলাইন অবদানকারী হিসেবে বাংলা উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে নিজের জ্ঞান তথা বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার তৈরিতে অবদান রাখতে পেরে অনেক আনন্দিত বোধ করি। বেশকিছু অনলাইন এডিটাথন ও অফলাইন কর্মশালায় যুক্ত থেকেছি যা আমার জন্য অন্যধরনের এক অভিজ্ঞতা। 

সর্বোপরি বাংলা উইকিপিডিয়ার সাথে একজন স্বেচ্ছাসেবক হিসেবে থেকে বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার তৈরির অবদান রাখলেও এই কাজের মাঝে পেয়েছি উদার মন-মানসিকতার শক্তি, যা আমার কাছে পারিশ্রমিকের চেয়েও বড় পুরস্কার। নিজের ভাষায় জ্ঞানচর্চা, আর অন্যকে চর্চায় আগ্রহী করার পথ তৈরির চেয়ে বড় আর কী হতে পারে।

শুভ কামনা বাংলা উইকিপিডিয়া।

উইকিবার্তা
Translate »
Share This