২০২১ সালের ৮ এপ্রিল তারিখে উইকিমিডিয়া বাংলাদেশের ২০২০ খ্রিষ্টাব্দের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়। চলমান কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ খ্রিষ্টাব্দের বিলম্বিত এ সভা আয়োজিত হয় অনলাইন প্ল্যাটফর্ম জুম-এ।
সভার শুরুতে কোরাম পূর্ণ হয়েছে নিশ্চিত করে শাবাব মুস্তাফা স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে সভা শুরু করেন। সভায় সদস্যগণের সাথে পূর্বের নির্বাহী পরিষদের সদস্যদের আলোচনা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণীর বিস্তারিত পেশ করা হয় এ সভায়। পরে নতুন বোর্ডের সদস্য নির্বাচন করা হয়।
সদস্যদের উপস্থিতিতে নানাবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কীভাবে চলমান অবস্থার মধ্যেও কার্যক্রম আরো গতিশীলভাবে পরিচালনা করা যায় এব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। উইকি শিক্ষা কার্যক্রম, বাংলাদেশের ঐতিহ্যের নানাবিধ বিষয় নিয়ে সম্ভাব্য ছবি প্রতিযোগিতা, ভবিষ্যৎ কর্মশালা ইত্যাদি নিয়ে সদস্যগণ আলোচনা করেন, এবং মতামত প্রদান করেন। সবশেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে পৌনে দুই ঘণ্টাব্যাপী চলা এ সভার সমাপ্তি টানা হয়।
উল্লেখ্য যে, সাধারণ সভায় অনুষ্ঠিত নির্বাচনের পরবর্তীতে নির্বাচিত বোর্ডের অফিস বিয়ারার নিয়োগ করা হয়। নবগঠিত বোর্ডের সভাপতি হিসেবে তানভির রহমান, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) হিসেবে অংকন ঘোষ দস্তিদার, এবং কোষাধ্যক্ষ হিসেবে মাসুম-আল-হাসানকে নির্বাচন করে বোর্ড।