
উইকিমিডিয়া ফাউন্ডেশনের সদ্য সাবেক নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথরিন মা’র। ছবি: ভিক্টর গ্রিগাস/সিসি-বাই-এসএ ৩.০
উইকিপিডিয়াসহ ইন্টারনেটভিত্তিক উইকি প্রকল্প পরিচালনাকারী মূল প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সিইও ক্যাথরিন মা’র পদত্যাগ করেছেন। দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে আসীন এই কর্মকর্তা ২০২১-এর এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন ত্যাগ করেন। ২০১৬ সালে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তাঁর সময়ে বৈশ্বিকভাবে পাঠকদের সংযুক্তি, অবদানকারী বৃদ্ধি, অবদানকারীর বৈচিত্র্য ইত্যাদি প্রতিটি খাত উল্লেখযোগ্য উন্নতি লাভ করে। ২০১৬ সালে তাঁর ফাউন্ডেশনের সর্বোচ্চ দায়িত্ব গ্রহণের পূর্বে বৈশ্বিকভাবে অনুদান সংগ্রহ ৭৭ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২১ সাল নাগাদ তা আনুমানিক ১৪০ মিলিয়নে এসে দাঁড়িয়েছে।
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বলেন, “সিইও হিসেবে ক্যাথরিন সকলের জন্য জ্ঞানের সম্মিলন গড়ে তোলার জন্য একনিষ্ঠভাবে কাজ করে গেছে। উইকিপিডিয়ার ২০তম জন্মদিনে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে দৃঢ় অবস্থান তাঁর অবদানের অন্যতম সাক্ষী।” ক্যাথরিন উইকিমিডিয়ার প্রকল্পের অবদানকারীদের আরো বেশি স্বাগত জানানোর একটি পরিবেশ গড়ে তোলে।
আরও পড়ুন, বিশেষ সাক্ষাৎকার: ক্যাথরিন মা’র
তাঁর সময়েই উইকিমিডিয়ার প্রথম বৈশ্বিক আচরণবিধি তৈরির কাজ শুরু হয়। উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান মারিয়া সেফিডারি বলেন, “আমাদের আন্দোলনের শক্তির প্রতি ক্যাথরিন বরাবরই অনুরক্ত। একজন নেতা হিসেবে সে স্বচ্ছতার নতুন মাত্রা তৈরি করে, বৈশ্বিক সম্প্রদায়ের সাথে উন্মুক্তভাবে যুক্ত হয়। তাঁর নেতৃত্বের জন্য ধন্যবাদ।”
উইকিমিডিয়ার বোর্ড সদস্য ও ফাউন্ডেশনের কিছু কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি অন্তর্বর্তীকালীন কমিটি ক্যাথরিনের উত্তরসূরীর সন্ধান করছে। কমিটি আশা করছে তারা দ্রুতই নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে সমর্থ হবে।