
ছবি: বাংলাদেশ বিমান বাহিনী/সিসি-বাই-এসএ ৪.০
বাংলাদেশ বিমান বাহিনী তাদের অফিসিয়াল ওয়েবসাইটের “গ্যালারি” ক্যাটাগরির সব ছবি উইকিমিডিয়ায় ব্যবহারের জন্য “ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার অ্যালাইক ৪.০” (CC BY-SA 4.0) আন্তর্জাতিক লাইসেন্সের আওতায় ব্যবহারের অনুমতি দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের সশস্ত্র বাহিনী সংক্রান্ত উইকিপিডিয়া নিবন্ধসহ উন্মুক্ত তথ্যভান্ডার সমৃদ্ধ করতে ছবিসমূহ এখন থেকে উক্ত লাইসেন্সের আওতায় ব্যবহার করা যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ, (ছবি: বাংলাদেশ বিমান বাহিনী/সিসি-বাই-এসএ ৪.০)।
সর্বমোট ৩৪১টি ছবি বর্তমানে উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়েছে। ছবিসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর গোড়াপত্তনের সময়কার অর্থাৎ “কিলো ফ্লাইট”-এর ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শুরুর দিকের বিমান বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ছবি এবং এয়ার টু সারফেস মিসাইলসহ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ব্যবহৃত এয়ারক্রাফ্টসমূহের ছবি। ছবিসমূহ বর্তমানে উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ছবিসমূহ “পাবলিক ডোমেইন” লাইসেন্সের আওতাভুক্ত থাকায় সহজেই সেগুলো ব্যবহার করে সে দেশের তথ্য সমৃদ্ধ করা যায়। কিন্তু বাংলাদেশের সরকারি ছবিসমূহের ক্ষেত্রে উন্মুক্ত লাইসেন্স না থাকায় বাংলাদেশ সম্পর্কিত উইকিপিডিয়া নিবন্ধসহ উন্মুক্ত জ্ঞান সমৃদ্ধ করতে অনেক সময়ই ছবির অভাব দেখা দেয়। তথ্য সমৃদ্ধ নিবন্ধ হলেও সে নিবন্ধসমূহ প্রয়োজনীয় ছবির অভাবে সঠিকভাবে ইলাস্ট্রেট করা হয়ে উঠে না। তাই উইকিমিডিয়া বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাদের ছবিসমূহ উন্মুক্ত লাইসেন্সে অবমুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীকে তাদের ছবিসমূহ সিসি লাইসেন্সে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
সব ছবি পাওয়া যাবে এখানে: উইকিমিডিয়া কমন্সের বিষয়শ্রেণীতে।