
বাংলা উইকিপিডিয়ায় নীড়পাতার স্ক্রিনশট।
বাংলা উইকিপিডিয়ায় নবাগতদের জন্য বিশেষ পরিষেবা চালু হয়েছে। এর মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় নবাগতরা অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে দুই-তিনটি প্রশ্নের উত্তর দেয়ার পরে নতুন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। বাংলা উইকিপিডিয়ায় আগ্রহী অনেকেই প্রথমে এসে বুঝতে পারেন না, তারা কোথা থেকে অবদান রাখতে শুরু করবেন। ড্যাশবোর্ডে এব্যাপারে কিছু পাতা থাকবে, যেখানে তারা অবদান রাখার ব্যাপারে পরামর্শ পাবেন।
সর্বোপরি, নবাগতরা সরাসরি একজন অভিজ্ঞ উইকিপিডিয়ানকে মেন্টর (পথপ্রদর্শক) হিসেবে পাবেন, প্রয়োজনে উইকির প্ল্যাটফর্মেই যার সাথে কথা বলা সম্ভব হবে। তবে বার্তাগুলো আলাপ পাতার বার্তা হিসেবেই প্রকাশিত হবে। এক্ষেত্রে যোগাযোগের ব্যাপারটা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মতই সহজ হবে, যা নবাগতদের জন্য সহায়ক।
এর আগে আরবি, কোরীয়, ভিয়েতনামীসহ বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় এই বৈশিষ্ট্য চালু হয়েছে, আর তা সহায়ক হিসেবে প্রমাণিতও হয়েছে। নবাগতরা এই পরিষেবার মাধ্যমে নিজেদের আগ্রহের বিষয়ে যেতে পারবেন, আর উক্ত বিষয়ে অবদান রাখতে পারবেন। তথ্যসূত্র তথা রেফারেন্স নেই, এমন নিবন্ধগুলোও তাদের দেখানো হবে যেন তারা তথ্যসূত্র যোগ করতে পারেন, বা তথ্য নেই এমন নিবন্ধে অবদান রাখতে পারেন।
কোনো প্রতিযোগিতা বা এডিটাথন চলাকালীন সংক্ষিপ্ত একটি সাইট-নোটিশ তাদের নীড়পাতায় দেখানোর সুযোগও রয়েছে এখানে, যেন তারা সরাসরি সেখানে অবদান রাখতে পারেন।
বাংলাতেও নবাগতরা এর মাধ্যমে আরো বেশি আকৃষ্ট হবেন বলেই সম্প্রদায়ের সদস্যরা আশা করছেন। পরিষেবার বিস্তারিত দেখতে পাবেন এখানে মিডিয়াউইকির প্রকল্প পাতাতে।