
ড. বিল ফিলিপ্স। ছবি: Markus Pössel/সিসিবাইএসএ ৩.০
সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত উইকিপিডিয়া ক্রমাগত বিকশিত হচ্ছে, ধীরে ধীরে জ্ঞানের রাজ্যের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি অংশে পরিণত হয়েছে এই উন্মুক্ত বিশ্বকোষ। শুরু থেকেই নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে পরিচিত এই অনলাইন বিশ্বকোষের প্রাণ এর স্বেচ্ছাসেবক (উইকিপিডিয়ান), যারা বিভিন্ন নিবন্ধাবলী লিখে থাকেন। যে-কেউই উইকিপিডিয়ান হতে পারেন, তবে এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞদের যুক্ত করা গেলে তা নিঃসন্দেহে উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধ করবে।
ড. বিল ফিলিপ্স একজন মার্কিন পদার্থবিজ্ঞানী, যিনি পদার্থবিজ্ঞানের উপর কয়েক দশক ধরে গবেষণা করছেন। উইকি এডুকেশন পরিচালিত উইকি সায়েন্টিস্টস শীর্ষক কোর্সে অংশগ্রহণের মাধ্যমে উইকিপিডিয়ায় অবদানের ব্যাপারে প্রথম ধারণা লাভ করেন তিনি। আমেরিকান ফিজিক্যাল সোসাইটিতে তাঁর সহকর্মীদের অনুপ্রেরণাতেই মূলত তিনি এই কোর্সে অংশগ্রহণ করেন।
ফিলিপ্স ১৯৯৭ খ্রিষ্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার অর্জন করেন। গবেষণার পাশাপাশি তিনি জ্ঞান বিতরণের সাথেও যুক্ত। বহু বছর ধরে তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্ট্যান্ডার্ডস এন্ড টেকনোলোজির কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট। বিল ফিলিপ্স মনে করেন, পদার্থবিদ্যায় তাঁর জ্ঞান ও ব্যুৎপত্তির কারণে তিনি সংশ্লিষ্ট উইকিপিডিয়া নিবন্ধে ভালো অবদান রাখতে সক্ষম হবেন, ফলে এ সম্পর্কিত উইকিপিডিয়ার নিবন্ধের মানোন্নয়ন হবে। তিনি বলেন, ‘’এই কোর্সের মাধ্যমে উইকিপিডিয়া ব্যবহারের জন্য বিভিন্ন উপায় ও সরঞ্জাম সম্পর্কে সম্যক ধারণা লাভ করি।” এছাড়া এ কোর্সের মাধ্যমে তিনি তথ্যসূত্র সম্পর্কে সুদৃঢ় ধারণা অর্জন করেন। তিনি খেয়াল করেন যে, ২০১৮ খ্রিষ্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্ত ডোনা স্ট্রিকল্যান্ড সম্পর্কে ২০১৮ খ্রিষ্টাব্দের আগে কোনো নিবন্ধ ছিলো না, যার মূল কারণ পর্যাপ্ত তথ্যসূত্রের অভাব।
এছাড়া, স্বার্থের-সংঘাত রয়েছে এমন কোনো নিবন্ধ তৈরি বা সম্পাদনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বলে ফিলিপ্স মনে করেন। এসব ক্ষেত্রে সম্পাদকদের নিজেকে প্রশ্ন করা উচিত যে, কতটা পক্ষপাতহীনভাবে অবদান রাখা সম্ভব বা সেটা আদৌ সম্ভব কিনা।
উইকিপিডিয়াতে সম্পাদক হিসেবে নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যে, তাঁর গবেষণার সাথে সংশ্লিষ্ট পদার্থবিদ্যার নিবন্ধগুলোকে তিনি আরো প্রাঞ্জল করতে পারেন কিংবা তথ্যগত ভুল সংশোধন করতে পারেন। তিনি অন্যান্য পদার্থবিদগণকে এধরণের কাজে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, উইকিপিডিয়ার যেসব নিবন্ধ সংশ্লিষ্ট বিষয়ের বিজ্ঞজনদের দ্বারা মূল্যায়িত হয়নি, সেসব নিবন্ধে বিজ্ঞজনদের অবদান রাখার সুযোগ রয়েছে। যারা উইকিপিডিয়া থেকে উপকৃত হন, তাদের সবারই উচিত এতে অবদান রাখা। নিবন্ধ সম্পাদনা করা অবদান রাখার বিভিন্ন উপায়গুলোর মধ্যে একটি।
উইকি এডুকেশনের মূল লক্ষ্য একটি পারস্পরিক জ্ঞান বিনিময় ব্যবস্থা গড়ে তোলা। উইকিপিডিয়ায় বিল ফিলিপ্সের কাজ এই উদ্দেশ্য পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
লেখা: উইকিএডু ডট অর্গে ইভান মঙ্কের ব্লগ অবলম্বনে