২০২০ খ্রিষ্টাব্দের জুলাই মাসের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত বিগত ছয় মাসে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ২৩,৬০৩,২৭৪ বার; যা গড়ে দৈনিক প্রায় ৭,৬৯,৬৭২ বার। এবং শুধু ডিসেম্বর মাসে বাংলা উইকিপিডিয়া পড়া হয়েছে মোট ২৫,২৮৪,৯১১ বার, যা গড়ে দৈনিক প্রায় ৮,১৫,৬৪২ বার।

গত মাস অর্থাৎ ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয়ের মাস, উইকিপিডিয়ার নিবন্ধ পাঠেও এর সুস্পষ্ট প্রভাব দেখা গেছে। একই সাথে পদ্মা সেতু নিয়েও পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে, যার কারণ সম্ভবত পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপন নিয়ে পাঠকদের ব্যাপক আগ্রহ। সর্বাধিক পঠিত নিবন্ধের মধ্যে তাই প্রথম স্থানে ছিল শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় স্থানে পদ্মা সেতু, এবং তৃতীয় স্থানে ছিল বিজয় দিবস নিবন্ধ।

উইকিপিডিয়ার মাইলফলক:

ডিসেম্বর

  • ২৮ ডিসেম্বর: ফিনিশ ভাষার উইকিপিডিয়া ৫ লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।
  • ২৫ ডিসেম্বর: বাংলা উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।

অক্টোবর

  • ৩০ অক্টোবর: তাতার উইকিপিডিয়া ২ লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।
  • ২৮ অক্টোবর: বার্মিজ উইকিপিডিয়া ৫০ হাজার নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।
  • ১৩ অক্টোবর: কোটাভা উইকিপিডিয়া ১০ হাজার নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।

আগস্ট

  • ১২ আগস্ট: ক্যান্টনিজ উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।

জুলাই

  • ২৮ জুলাই: মিশরীয় আরবি ভাষার উইকিপিডিয়া দশ লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।

জুন

  • ১৬ জুন: আইসল্যান্ডিক উইকিপিডিয়া ৫০ হাজার নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।
  • ১৪ জুন: কোরিয় উইকিপিডিয়া ৫ লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।
  • ১৪ জুন: জাজাকি উইকিপিডিয়া ২০ হাজার নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।
  • ১৩ জুন: লিথুয়ানিয় উইকিপিডিয়া ২ লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।

মে

  • ২০ মে: ভেনেতিয় উইকিপিডিয়া ৫০ হাজার নিবন্ধের মাইলফলক অতিক্রম করে।

 

নতুন ব্যবহারকারী দল হিসেবে এক বছরের জন্য (নবায়নযোগ্য) স্বীকৃতি পেয়েছে:

  • ৩ নভেম্বর: উইকিমিডিয়া কমিউনিটি ব্যবহারকারী দল বতসোয়ানা
  • ৩০ অক্টোবর: উইকিমিডিয়ান্স অফ বুলগেরিয়া ব্যবহারকারী দল
  • ২২ অক্টোবর: উইকি ওয়ার্ল্ড হেরিটেজ ব্যবহারকারী দল
  • ৯ অক্টোবর: ইন্ডিক মিডিয়াউইকি ডেভেলপার্স ব্যবহারকারী দল
  • ২৩ আগস্ট: উইকিমিডিয়ান্স অফ ওয়েস্টার্ন আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যবহারকারী দল
  • ২৪ জুন: উইকিমিডিয়া কমিউনিটি ব্যবহারকারী দল সুদান
  • ১৩ জুন: হেল্পিং গিভ অ্যাওয়ে সাইকোলজিক্যাল সাইন্স
  • ১৩ জুন: প্যারা-উইকিমিডিয়ান্স কমিউনিটি ব্যবহারকারী দল
  • ৫ মে: উইকিব্লাইন্ড ব্যবহারকারী দল 

অনুমোদন বাতিল করা হয়:

  • ৯ সেপ্টেম্বর: বার্ষিক প্রতিবেদনজনিত সমস্যার কারণে চীনের উইকিমিডিয়া কমিউনিটি ব্যবহারকারী দলের স্বীকৃতি বাতিল করা হয়
উইকিবার্তা
Translate »
Share This