ছবি: মার্চ মাসে বাংলা উইকিপিডিয়ার অনুসন্ধানকৃত শীর্ষ দশ নিবন্ধ

এ বছরের (২০২০) মার্চ মাসের পরিসংখ্যান থেকে দেখা যায় বৈশ্বিক মহামারীর প্রভাব বাংলা উইকিপিডিয়াতেও সুস্পষ্ট। এ মাসে ‘করোনাভাইরাস’ নিবন্ধটি সবচেয়ে বেশিবার অনুসন্ধান করা হয়েছে। মোট ১ লক্ষ ৮৪ হাজার বার অনুসন্ধান করা হয়েছে এ পাতাটি। জীবনীভিত্তিক নিবন্ধের ক্ষেত্রে মার্চ মাসে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে শেখ মুজিবুর রহমান পাতাটি।

বাংলা উইকিপিডিয়ার ট্রাফিক ও সাইট ভিজিট পর্যালোচনা করে দেখা যায় এ বছরে গত মার্চ মাসে এখন পর্যন্ত সর্বাধিক ট্রাফিক ছিল। প্রায় ২ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৫২১ বার বাংলা উইকিপিডিয়া পরিভ্রমণ করা হয়েছে, যা পূর্বের মাস অর্থাৎ ফেব্রুয়ারির চেয়ে ২০ লক্ষ ৪০ হাজার ৬১০ পরিমাণ বেশি।

মাইলফলক

  • বাংলা উইকিপিডিয়া ৮০,০০০ নিবন্ধ পূর্ণ করেছে
  • উইকিমিডিয়া কমন্স ৬০,০০০,০০০ মিডিয়া ফাইল অর্জন করেছে
  • ইংরেজি উইকিপিডিয়া ৬,০০০,০০০ নিবন্ধ পূর্ণ করেছে
  • উইকিউপাত্ত ৮০,০০০,০০০ ভুক্তি পূর্ণ করেছে
  • মেটা-উইকিতে ৯০,০০০ পাতা তৈরি হয়েছে
  • গুজরাটি উইকিপিডিয়া ১০০,০০০ নিবন্ধ পূর্ণ করেছে
  • মিশরীয় আরবি উইকিপিডিয়া ৩০০,০০০ নিবন্ধ পূর্ণ করেছে
  • বুলগেরিয় উইকিপিডিয়া ১০,০০০,০০০ সম্পাদনা পূর্ণ করেছে
  • ইউক্রেনীয় উইকিপিডিয়া ১,০০০,০০০ নিবন্ধ পূর্ণ করছে
  • দক্ষিণ আজারবাইজেনিয় উইকিপিডিয়া ২০০,০০০ নিবন্ধ পূর্ণ করেছে
  • ওলন্দাজ ভাষার উইকিপিডিয়া ২,০০০,০০০ নিবন্ধ পূর্ণ করেছে

 

অ্যাফিলিয়েশন কমিটি সংবাদ

২০২০ খ্রিষ্টাব্দে এ পর্যন্ত মোট দশটি নতুন ব্যবহারকারী দল এক বছরের মেয়াদে স্বীকৃতি লাভ করেছে। ব্যবহারকারী দলগুলো হল: উইকিমিডিয়া কমিউনিটি অব কাজাখ ল্যাঙ্গুয়েজ ইউজার গ্রুপ, উইকিমিডিয়ান্স ফর সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট, উইকিমিডিয়া কমিউনিটি ইউজার গ্রুপ সিইই স্প্রিং, উইকিমিডিয়ান্স অব ইউনাইটেড আরব আমিরাত ইউজার গ্রুপ, উইকিগ্র্যানিজ ইউজার গ্রুপ, উইকিমিডিয়ান্স অব টার্কিক ল্যাঙ্গুয়েজ ইউজার গ্রুপ, মিয়ানমার উইমিডিয়া কমিউনিটি ইউজার গ্রুপ, লেস সান্স পেইজেস ইউজার গ্রুপ, উইকিমিডিয়া ইউজার গ্রুপ অব অ্যাটেয়ারোয়া নিউ জিল্যান্ড এবং উইকি সিমেট্রিজ ইউজার গ্রুপ।

উইকিবার্তা
Translate »
Share This