
২০১৮ খ্রিষ্টাব্দের বর্ষসেরা নির্বাচিত হয় টর্নেডোর ক্রমবিবর্তনের এই ছবিটি (ছবি: জেসন ওয়েইনগার্ট, সিসি-বাই-এসএ ৪.০)
চলছে ২০১৯ খ্রিষ্টাব্দের বর্ষসেরা ছবির ২য় ধাপের ভোটগ্রহণ। উইকিমিডিয়া কমন্সের চতুর্দশবারের মত আয়োজিত হওয়া এ ছবি প্রতিযোগিতা সারা বিশ্বের জন্যই উন্মুক্ত। বছরজুড়ে কমন্সে নিজেদের প্রিয় ছবিতে ভোট দিয়ে ‘নির্বাচিত ছবি’ বেছে নেয় উইকিমিডিয়া ব্যবহারকারীগণ। সেইসব ছবির উপরে পরবর্তীতে একাধিক ধাপে ভোট অনুষ্ঠিত হয়। এ ভোটের ভিত্তিতে নির্বাচন করা হয় বর্ষসেরা ছবি। বর্তমানে ২য় রাউন্ডের ভোটগ্রহণ চলছে। একজন সর্বোচ্চ তিনটি ছবিতে ভোট প্রদান করতে পারবেন। গত ৫ এপ্রিল (২০২০) থেকে শুরু হওয়া ২য় রাউন্ডের ভোটগ্রহণ সমাপ্ত হবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।
বিস্তারিত: https://commons.wikimedia.org/wiki/Commons:Picture_of_the_Year/2019