ঢাকায় আয়োজিত একুশে ফেব্রুয়ারির সমাবেশ (ছবি: সুফি, সিসি-বাই-এসএ ৪.০)

বাংলা ভাষার বিষয়বস্তু সমৃদ্ধ করতে একুশের চেতনায় উজ্জীবিত সকলকে ইন্টারনেটে বাংলা উইকিপিডিয়ায় (https://bn.wikipedia.org) অবদান রাখার আহ্বান জানানো হয়েছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা, চাঁদপুর, খুলনা ও সিলেটে উইকিপিডিয়ানদের (উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক) এক সমাবেশ আয়োজিত হয়, সেখানে উইকিপিডিয়ানগণ এ আহ্বান জানান।

প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ানরা দেশের কয়েকটি স্থানে জড়ো হন। এদিনে ঐতিহ্যগতভাবে উন্মুক্ত স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পথচারীদের বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহ্বান জানানো হয়। এ বছরও যথারীতি এ আয়োজন করা হয়। ঢাকার সমাবেশে উইকিমিডিয়ানদের সাথে যোগ দেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটি অ্যাডভোকেট ক্রিস্টেল স্টাইগেনবার্গার।

উইকিপিডিয়া তত্ত্বাবধানকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার “উইকিমিডিয়া বাংলাদেশ” এ সমাবেশের আয়োজন করে। উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়সমূহ ঢাকার বাইরের সমাবেশগুলো আয়োজনে সহায়তা করে।

উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা জানান, “একসময় বাংলা ডিজিটালি এনডেঞ্জার্ড অর্থাৎ ডিজিটাল জগতে বিলুপ্তির শঙ্কায় পড়েছিল। সেই অবস্থান থেকে বাংলা সরে এসেছে, এক্ষেত্রে বাংলা উইকিপিডিয়ার অবদান অনস্বীকার্য। বাংলা উইকিপিডিয়া বর্তমানে বাংলা ভাষার অন্যতম বড় কনটেন্ট সমৃদ্ধ ওয়েবসাইট। আমাদের উন্নতির আরো সুযোগ রয়েছে। বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ মুক্ত বিশ্বকোষ তৈরি করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, ২০০৪ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া যাত্রা শুরু করে। বাংলা ভাষায় অনলাইনের বৃহত্তম এ বিশ্বকোষে বিভিন্ন বিষয়ে বর্তমানে প্রায় ৮৫,০০০ নিবন্ধ রয়েছে।

উইকিবার্তা
Translate »
Share This